ইতালির স্বর্ণ নগরী খ্যাত আরেচ্ছো শহরে ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত মিনি বিশ্বকাপ ফুটবলের ফাইনালে টাইব্রেকারে স্পেনকে পরাজিত করে ফ্রান্স প্রবাসী দল চ্যাম্পিয়ন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি বাংলাদেশ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। ক্রীড়াবিদ শাহ মোয়াজ্জেমের উদ্যোগে ১২টি দল নিয়ে শুরু হয় এই টুর্নামেন্ট।
গ্রুপ পর্ব শেষে ফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স এবং স্পেন। খেলায় ছিল টানটান উত্তেজনা। নির্ধারিত সময়ে ২-২ গোলে খেলা ‘ড্র’ হলে টাইব্রেকারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
ফাইনাল খেলা উপভোগ করতে মাঠের বাইরে ছিল প্রচুর দর্শক। আরেচ্ছোসহ বিভিন্ন ছোট ছোট শহর থেকে দলবেঁধে এই খেলা উপভোগ করতে আসেন বাংলাদেশিরা।খেলায় টাইব্রেকারে ৩-৫ গোলে কাপ জিতে নেয় ফ্রান্স। মিনি বিশ্বকাপ টুর্নামেন্ট পরিচালনা করেন শাহ সোহরাব, মোহাম্মদ রাকিব, রুবেল ইসলাম, শাহ মোয়াজ্জেম, মোহাম্মদ সাইফ ও মোহাম্মদ শ্যামল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি আরেচ্ছোর সভাপতি রাসেল আহমেদ। তিনি বলেন, প্রবাসে যুব সমাজকে সঠিকভাবে পরিচালনা করার জন্যই এই উদ্যোগ। খেলাধুলায় মগ্ন থাকা এবং শরীর চর্চায় নিজেকে ব্যস্ত রাখায় ইতালির মাটিতে যুবসমাজ নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারছে। টুর্নামেন্টের জন্য যারা সময় দিয়েছেন, বিভিন্ন কাজে সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির আরেচ্ছোর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাজীব। পুরস্কার বিতরণ করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল