পবিত্র ঈদুল আযহা উপলক্ষে 'বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশরের' উদ্যোগে কায়রো শহরের সুপ্রসিদ্ধ তাইসির হলে উদযাপিত হলো আনন্দঘন ঈদুল আযহা ও সাংস্কৃতিক সন্ধ্যা।
লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে, ছয় হাজার কিলোমিটার দূরে, পরিবারের প্রিয়জনদের রেখে, নীলনদ আর পিরামিডের দেশে, শিক্ষার্থীদের একাকীত্বের ঈদ, আনন্দমুখর করার লক্ষ্যেই এই আয়োজন।
ঈদের দিন বুধবার সন্ধ্যায় কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। সাধারণ সম্পাদক সাইমুম আল-মাহদী ও শিক্ষা-সংস্কৃতি সম্পাদক আবদুর রহমানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইত্তেহাদের ২০২২-২৩ সেশনের কার্যকরী পরিষদের সভাপতি নাজিব শাওকি।
সভাপতি উদ্বোধনী বক্তব্যে বলেন, বিদেশের মাটিতে সকল বাংলাদেশি শিক্ষার্থী যেন মিলেমিশে আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারে ঈদের আমেজ সেই লক্ষেই এ মিলনমেলা ও জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক সন্ধ্যা। তিনি সকলকে কোরবানির আত্মত্যাগের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার মাধ্যমে, সত্যিকারের মানুষ রূপে নিজেকে গড়ে তুলার আহ্বানও জানান।
সভাপতির উদ্বোধনী বক্তব্যের পর ‘ইত্তেহাদ সাংস্কৃতিক ফোরাম’ এর শিল্পীবৃন্দ মন মাতানো সুরের মূর্সনায় উপস্থিত ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরসহ সকলকেই উপহার দেয় এক স্মরনীয় মুগ্ধ প্রহর।
অনুষ্ঠানে পর্যায়ক্রমে সিনিয়র শিক্ষার্থীদের মধ্য হতে সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মো. তাজদীদ বিন ওয়াদুদ ও জনাব মাজহারুল ইসলাম।
এছাড়া ছিল ঈদ ভোজন পর্ব। ইত্তেহাদের পক্ষ থেকে কোরবানিকৃত গরুর ভুনা গোশতের মৌ মৌ ঘ্রাণ পূর্ণতা এনে দেয় সকল শিক্ষার্থীর ঈদ আনন্দে।
সাংস্কৃতিক সন্ধ্যা ও ঈদ ভোজনসহ বাহারি আয়োজন উপভোগ করে উপস্থিত পাঁচশত শিক্ষার্থীর মুখে যখন আনন্দের হাসি ফুটে উঠে তখন আড়ালে ঘাম ঝরানো দায়িত্বশীলগণের হৃদয়ও পুলকিত হয়ে উঠে ত্যাগ ও কোরবানির আমেজে।
বিডি প্রতিদিন/আরাফাত