সিডনিতে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সাথে বাংলাদেশ বিজনেস ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ আগস্ট (সোমবার) সন্ধ্যায় সিডনির ক্যাম্পবেলটাউনস্থ রিজেস হোটেলে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনা নিয়ে এই সভা হয়।
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামমের সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্রায়ান লালের সঞ্চালনায় সভা শুরুর পর বড় স্ক্রিনে সংগঠনটির বিগত দিনগুলির কার্যক্রমসহ অস্ট্রেলিয়ার ফেডারেল ও স্টেট পার্লামেন্টে এমপি ও সিনেটরদের বাংলাদেশ বিজনেস ফোরামকে অভিনন্দনের ভিডিও প্রদর্শিত হয়।
মন্ত্রীর সাথে ফোরামের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচয়ের পর মতবিনিময় পর্ব শুরু হয়। এই সময় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একত্রিত করে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা এবং নতুন ব্যবসার সুযোগ অন্বেষণের বিষয়ে তাদের পরিকল্পনা মন্ত্রী মহোদয়কে অবহিত করেন। পাট ও পোশাক শিল্প, তুলা, হিমায়িত মাছ, মশলা ও ঔষধ আমদানি ও বাংলাদেশে ভেড়ার লোমসহ অন্যান্য কাঁচামাল প্রক্রিয়াজাত করার উপরও গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের এখানে আবাসনসহ চাকরির ক্ষেত্রে কিভাবে সহায়তা করা যায় তা আলোচনায় স্থান পায়। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম সেমিনার ও প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে ভূমিকা রাখতে পারে সেই ব্যাপারেও বিশদ আলোচনা হয়।
মন্ত্রী অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সবার আলোচনা ধৈর্য সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা সবাই একসাথে কাজ করলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একত্রিত করে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা এবং নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি হবে কোন সন্দেহ নেই।
বিডি প্রতিদিন/হিমেল