২৯ সেপ্টেম্বর, ২০২৩ ২২:৫৬

বার্সেলোনায় প্রবাসীদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের আহ্বান

স্পেন প্রতিনিধি

বার্সেলোনায় প্রবাসীদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের আহ্বান

স্পেনের বার্সেলোনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের ‘সর্বজনীন পেনশন স্কিম’-এ অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বার্সেলোনায় ‘কাসা বাংলা’ রেস্তোরাঁয় আয়োজিত সর্বজনীন  পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, পেনশন স্কিমের অর্থ করমুক্ত এবং প্রবাস থেকে প্রেরণে ২ দশমিক ৫ শতাংশ হারে প্রণোদনাও মিলবে। এ স্কিমে দীর্ঘমেয়াদে প্রবাসীরাসহ দেশ উপকৃত হবে। প্রবাসীদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা পেনশন স্কিমের মাধ্যমে নিশ্চিত হয় বলে সরকার এ বিষয়কে অধিক গুরুত্ব দিচ্ছে। তিনি উপস্থিত সবাইকে পেনশন স্কিমের উপকারিতা সকলের কাছে যথাযথভাবে পৌঁছানোর অনুরোধ জানান। 

সভায় কাউন্সিলর (কমার্শিয়াল) রেদোয়ান আহমেদ ও কাউন্সিলর (পলিটিক্যাল) দ্বীন মোহাম্মদ ইমাদুল হক পেনশন স্কিমের নিবন্ধন প্রক্রিয়া ও নানা সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। সভায় স্থানীয় বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর