৫ নভেম্বর, ২০২৩ ১৫:৪৬

ভিয়েনায় জেল হত্যা স্মরণে শোক সভা

আনিসুল হক, অস্ট্রিয়া থেকে :

ভিয়েনায় জেল হত্যা স্মরণে শোক সভা

জেল হত্যা দিবস উপলক্ষে অস্ট্রিয়ায় এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে দেশটির রাজধানী ভিয়েনার হেলওয়াগ স্ট্রিটে গত শুক্রবার সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মজুমদার খোকন, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান, স্পেন আওয়ামী লীগের সহ-সভাপতি একরামুজ্জামান মোল্লা কিরন, গ্রীস আওয়ামী লীগের সহ-সভাপতি আল আমিন শেখ, সর্ব ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বায়জীদ মীর, অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ আলী, অস্ট্র্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, রুহী দাস সাহা, মিজানুর রহমান শ্যামল, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, দপ্তর সম্পাদক ইমরুল কায়েস, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আহমেদ ফিরোজ, রতন সাহা ও মনোয়ার পারভেজ প্রমুখ।

অনুষ্ঠানে এম. নজরুল ইসলাম বলেন, ‘কারাগারে অন্তরীণ জাতীয় চার নেতা হত্যাকাণ্ড বিশ্বমানবতা ও গণতন্ত্রের ইতিহাসে জঘন্যতম কলঙ্কময় ঘটনা। বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন ষড়যন্ত্র করা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। কিন্তু কোন ষড়যন্ত্রেই কাজ হবে না। জাতির আশা ও আস্থার প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রক্ষার প্রশ্নে বাঙালি জাতি আজ ঐক্যবদ্ধ।’

মজিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে জাতীয় এই চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করেছে।’ সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর