২৭ মে, ২০২৪ ১২:১৭

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া বিএনপির নানা কর্মসূচি

মালয়েশিয়া প্রতিনিধি:

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া বিএনপির নানা কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি মালয়েশিয়া শাখা। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, দোয়া, আলোচনা সভা ও তবারক বিতরণ।
এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাং পিঠা ঘর রেস্টুরেন্ট এ মালয়েশিয়া বিএনপির সহ- সভাপতি এস এম রহমান তনুর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৩০মে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঐদিন বিকালে বুকিত বিন্তাং বাংলাদেশি মসজিদে কোরআন খতম ও দোয়া এবং সন্ধ্যায় স্থানীয় এক রেস্টুরেন্ট এ আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দকে বৃহস্পতিবার উপস্থিত হয়ে কর্মসূচিকে সফল করার আহবান জানান অনুষ্ঠানের সভাপতি এস এম রহমান তনু।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালয়েশিয়া শাখার সহ- সাধারণ সম্পাদক মোঃ কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, প্রচার সম্পাদক এস এম বসির আলম, সহ- অর্থ সম্পাদক এম এ কালাম, বিএনপি সদস্য ও যুবদল নেতা জসীম উদ্দিন, যুবদল যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, কুয়ালালামপুর মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মোজাম্মেল হক প্রধান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহজালাল, বাবু সরকার ও মহসিন পাটোয়ারী প্রমুখ ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর