বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া মালাকা শাখা।
রবিবার সন্ধ্যায় মালয়েশিয়ার প্রাচীন রাজধানী মালাকার হোটেল সেন্টাল রিভিউ’র হলরুমে মালাকা শাখা যুবদল সভাপতি বিএম নিয়াজ মাহমুদ নিপুর সভাপতিত্বে ও এমডি ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা শহীদ উল্যাহ শহীদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া শাখা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল ।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ লেবার পার্টির সাবেক যুগ্ন-মহাসচিব মোসাম্মত উন্মে হাবিবা, কুয়ালালামপুর মহানগর যুবদল সিনিয়র সহ- সভাপতি মেহেদী হাসান, মো. জুলহাস ব্যাপারী, হাসেম মোল্লা, পারভেজ মোশারফ, সবুজ হাওলাদার, জহিরুল ইসলাম জনি, আবু হাসান, মনির হোসেনসহ আরও অনেকে।
এসময় আরও উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপি নেতা মো. মিন্টু সরকার, মো. জহির, যুবদল নেতা আমজাদ হোসেন, আব্দুর রহীম, শামিম উল্যাহ, মারুফ হোসেন, মালাকা যুবদল নেতা রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, মো. বশির, নজরুল, শুক্কুর আলী, সানি, মিজান, হাফিজ জুয়েলসহ মালাকা শাখা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বিভিন্ন মামলা থেকে অব্যাহতি পাওয়ায় শুকরিয়া আদায় এবং খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ