অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, যেখানে অংশ নেন ১২০০-এরও বেশি অতিথি। বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য উদযাপন হিসেবে এই বিশাল কমিউনিটি আয়োজনে উচ্ছ্বাসে মেতেছিল পুরো বাংলা প্রবাসী সমাজ।
সংগঠন “রানিং রোভার্স ” মাত্র অল্প সময়ের প্রস্তুতিতে পুরো আয়োজনটি অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে সম্পন্ন করেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানের পেছনে ছিল অনেক মানুষের নিষ্ঠা, পরিশ্রম ও কমিউনিটির প্রতি ভালবাসা। অনুষ্ঠানে উপস্থিতদের জন্য মেজবানি গরুর মাংসসহ ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়, যা প্রবাসে চট্টগ্রামের স্বাদ ও আবেগ ফিরিয়ে আনে।
এ ধরনের আয়োজন শুধু প্রবাসে বাঙালি ঐক্য ও সংস্কৃতিকে তুলে ধরে না, বরং ভবিষ্যতের জন্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতেও ভূমিকা রাখে। মেলবোর্নে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই মেজবানি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে এবং নতুন এক ইতিহাসের সূচনা করেছে।
বিডি প্রতিদিন/হিমেল