সকাল বেলার টিয়া পাখি
কেন আমায় ডাকে?
বোঝেনা এই মনটা কিছু
শুধু স্বপ্ন আঁকে।
তার ডাকেতে সুর সুমধুর
হৃদয়পটে বাজে
তাকে নিয়ে ভেবেভেবেই
যায় কেটে দিনটা যে।
কে দিল তার কণ্ঠে এমন
উদাস করা সুর!
যে দিলো তার কাছ থেকে চাই
একটুখানি নূর।
সেই নূরেতে আলোকিত
হবে দু'জাহান,
টিয়ার মতো কণ্ঠ দিও
আল্লাহ মেহেরবান।
লেখক: ছাত্র, দারুল উলুম আল হোছাইনিয়া ওলামা বাজার মাদ্রাসা, সোনাগাজী, ফেনী।
বিডি প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৬/হিমেল-০৬