তাঁর সাথে বাড়ির দিকে হেঁটে চলছি। আর মনে মনে ভাবছি ইতিপূর্বে আমি কি কারো সাথে মনে এত আনন্দ নিয়ে ঘুরেছি?
- নাহ! মনে হয় না ঘুরেছি!
-আচ্ছা! আমার কখনো এত ভালোলাগা কাজ করেনি, ব্যাপারটা খুবই খারাপ! ভালো লাগানো যাবে না। বোকার মত আমি কেন প্রথমেই তাঁকে "না" বলে দিলাম? ধুর! মনে মনে এসব কি প্রলাপ বকে যাচ্ছি! সে যদি পাশ থেকে মনের কথাগুলো শুনে ফেলে!?
চুপ! একদম চুপ থাকতে হবে!
-হায় আল্লাহ! বাসার কাছে চলে আসছি! সে তো চলে যাবে। তাঁকে কিছু বলবো? কিছু বলা উচিত না হলে সারাজীবন পস্তাতে হবে। কারণ আর দেখা নাও হতে পারে!
-এই যে শুনুন! সোজা বাংলায় কথা বলছি! আমি আগে কারো সাথে মনে এতো আনন্দ নিয়ে ঘুরিনি। আপনি নিশ্চয়ই ইচ্ছা করেই করেছেন! যেন আমি মনে মনে লাড্ডু ফুটাই! লাড্ডু ফুটে গিয়েছে -ব্যাপারটা খারাপ! কথা হলো,আপনি কি আমার জন্য ওয়েট করবেন?
আমি দুরুদুরু বুকে তাঁর দিকে তাকিয়ে...
সে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল।
আজ প্রায় ৩ বছর হয়ে এলো। আমি তার সেদিনের হাসির অর্থ বের করার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি! হয়তো হাসি মানেই হ্যাঁ!
লেখক: শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৬/ আফরোজ