শতকাল কেটে গেছে
শত সহশ্র বছরও পেরিয়েছে,
সন্ধ্যা তারা আজও চন্দ্রের সঙ্গ ছাড়েনি।
রাতের আকাশে দেখেছ কি ওদের প্রেম?
পৃথিবীর সব মানুষ অবাক চেয়ে রয়,
আজও হাত ছারেনি উজ্জল তারা,
কালো রাতের আড়ালে কবি অবাক হয়ে রয়।
এ যেন স্বর্গীয় প্রেম খোলা আকাশে
খেলা করে বসন্তের মত,
শহস্র বছর পেরিয়ে গেলও আজও প্রেম থামেনি তো।
হিংসায় জ্বলে পুড়ে মেঘগুলো ঢাকা দেয়
দিনের আলোক দিয়ে এ প্রেম ভুলে দিতে চায় দিবাকর,
লুকোচুরি খেলায় মত্ত হয়ে নেমে আসে প্রেমের প্রহর।
হে দিবাকর, জ্বলছ কেন?
তুমি পারনি, পারবেনা কোন দিন
লক্ষ কোটির আশা জোগায় রাত্রির প্রেমের বীণ।
এ প্রেম আজকের নয়,
শতকাল কেটে গেছে
শত সহশ্র বছরও পেরিয়েছে
সন্ধ্যা তারা আজও চন্দ্রের সঙ্গ ছাড়েনি।
মহাকাশের বুকে এ এক প্রেমের উজ্জল দৃষ্টান্ত,
প্রতিরাতে জাগিয়ে তুলে কবিকে করে ক্লান্ত।
দেখেছ সন্ধ্যা, ভালবাসার গভীরতায় চন্দ্রিমা নয়কো ক্ষান্ত।
লেখক: সদস্য, বিভাগীয় লেখক পরিষদ, নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর।
বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৬/হিমেল