ভোর বেলায় ফজর পড়ে
যখন আমি হাটি
হৃদয় মাঝে তখন আমি
প্রভু গো তোমায় ডাকি।
রাস্তায় তখন কেউ থাকে না
পুরো রাস্তা খালি
পাখির কণ্ঠে আওয়াজ উঠে
কুহুকুহু ডাকি।
কোকিল টিয়া ময়না তখন
যার কথা কই
তিনি হলেন সবার সেরা
অন্য কেহ নই।
তিনি হলেন মহান প্রভু
তার তুলনা হয়না কভু
তিনি হলেন সবার শ্রেষ্ঠ
এ পৃথিবী করবেন বিধ্বস্ত।
লেখক: ছাত্র, দারুল উলুম আল হোছাইনিয়া ওলামা বাজার মাদ্রাসা, সোনাগাজী, ফেনী ।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৬/হিমেল