নৈবেদ্য ১১
কেন জিজ্ঞেস করো কেমন আছি?
কেমন থাকে লটকে গেলে মন মানুষের মনে!
নৈবেদ্য ১২
এরচে’ বড় ছলনা আর কী হতে পারে
তোমার পা এগিয়ে দিয়ে আবার সরিয়ে নিয়েছো,
আর তো কিছু নয়, কেবল চুমুই তো দিতে চেয়েছি!
নৈবেদ্য ১৩
আগুন তোমার শরীর এবং মনে
বনের কী দোষ?
আগুন লাগে বনে!
নৈবেদ্য ১৪
কালো কোকিল!
সারা দিন আর্তনাদ করেই যাচ্ছে।
প্রিয় কোকিল! আমিও যদি তোর মতো
আর্তনাদ করতে পারতাম!
তার জন্য অন্তত একটা সুর থাকা চাই!
কবি: সাবেক শিক্ষার্থী, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বর্তমান শিক্ষার্থী, মাস্টার অব পারফর্মিং আর্টস, বেঙ্গালুর বিশ্ববিদ্যালয়, ভারত।
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/হিমেল