নৈবেদ্য ১৯
দ্বার রুদ্ধ করবে কর
কিন্তু করলে কী এ!
খিল দিলে দ্বার আমার হৃদয় দিয়ে।
নৈবেদ্য ২০
আমাকে বেমালুম ভুলে যাও
দুঃখ নেই দেবী
বৃথাই পড়ে থাকুক এই নৈবেদ্য
বলবো না তুমি অনুভূতিহীন লাশ
উপরন্তু জপমালা ক্রমশ চঞ্চল হয়ে উঠবে
বলবো এই এখানে তোমার বসবাস।
নৈবেদ্য ২১
দেবী, স্বপ্ন নয়
সে যন্ত্রণার,
স্বপ্ন দেখবো না আর।
স্বর্গ নয়,
সেও অপূর্ণতার।
বরং সংসর্গ চাই তোমার।
কবি: সাবেক শিক্ষার্থী, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বর্তমান শিক্ষার্থী, মাস্টার অব পারফর্মিং আর্টস, বেঙ্গালুর বিশ্ববিদ্যালয়, ভারত।
বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৭/হিমেল