বাংলা নামে দেশ
তুমি আমার অহংকার,
তোমার বুকে রইব জেগে
এ আমার অঙ্গিকার।
মহা সংগ্রামের ১৯৭১
আমি কেতাবে পড়েছি সবে,
মুক্তি সেনার অমর অবদান
আমার অন্তরে গেঁথেছে ভেবে।
২৬ শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর
টানা নয় মাস মুক্তির মহা সংগ্রাম,
মুজিবসেনা ছুটেছিল বীর বেশে
একের পর এক পথ ঘাট নদী গ্রাম।
বিশ্বের ইতিহাসে অমরগাঁথা
বিজয় ৭১,
স্বৈরাচার - নাপাক হানাদার
সব পালিয়েছে বহুদূর।
বিজয়ের মাসে বিজয়োৎসবে
বাঙালী মোরা চির জাগ্রত,
পাড়ায় পাড়ায় উড়ছে কেতন
উল্লাসে অবিরত।
হৈ হুল্লুর- বিজয়ের সুর
রাসি রাসি হাসি,
আমার সোনার মাতৃভুমি
আমি তোমায় ভালবাসি।
দেয়ালে দেয়ালে আঁকবে স্মৃতি
আঁকবে ইতিহাস,
প্রার্থনায় হৃদয় জুড়ে
বিজয়ের উল্লাস।
কবি: সদস্য, বিভাগীয় লেখক পরিষদ,
নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর।
বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৭/হিমেল