চোখ বুজলেই তুমি হাজির
তুমি আসলে কে?
ঘুরাও কত দেশ-বিদেশ
মন ছুঁয়ে যায় তৃপ্তির রেশ
তোমার দক্ষতায় আমি রাজা
শাসক হয়ে যায় প্রজা
তোমার ভেলকিতে আমায় উড়াও
যেখানে চাই সেখানে দাঁড়াও
ঘুরাও কত আকাশ-পাতাল
ঘুরতে লাগে বেশ।
তোমার ভেলকিতে সমুদ্র পাড়ি
জেগে উঠে লাগে আড়ি
পাখাবিহীন পাখি হয়ে
রঙ্গিন খোয়াব আঁকি
চোখ বুজলেই তুমি হাজির
তুমি আসলে কে?
বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৭/ফারজানা