কৃষ্ণ কেন কৃষ্ণপক্ষ
এই দোল পূর্ণিমায় হোক আঁধারের নির্বাসন
তোমার আসন ঘিরে আলোর পুনর্বাসন চাই
নয়তো, বাড়বে অযাচিত নৈবেদ্য
নয়তো, আমিও হবো দ্রোহী
যার দু’টি চোখ ছিল অপরূপ,
প্রেম ছিল ঠোঁটে, চিবুক জুড়ে দ্রোহ
তার জন্য-
জড়ায়ুর অন্ধকার প্রকোষ্ঠে
যেখানে আলোর জন্ম,
এই পূর্ণিমার বিভৎস জ্যোৎস্না,
কৃষ্ণপক্ষ দিল হানা
কৃষ্ণ কেন কৃষ্ণপক্ষ?
কবি: প্রাক্তন শিক্ষার্থী, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বর্তমান শিক্ষার্থী, মাস্টার অব পারফর্মিং আর্টস, বেঙ্গালুর বিশ্ববিদ্যালয়, ভারত।
বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল