শিরোনাম
১০ জুন, ২০১৭ ০৯:৪৫

শান্তি চাই

রফিক উদ্দিন লস্কর

শান্তি চাই

আকাশটা আজ আমার কাছে বড়ই অচেনা,
উষ্ণ তাপে মিলছে সেথায় আলোর ঠিকানা।

উদাস ভাব লাগছে দেখি সব মানুষের প্রাণে,
দেয়নি দোলা অলস মনে সে আলোরই গানে।

মুছে দিতে হবে আজ ভাবনার সকল সীমানা,
ব্যাকুল প্রাণে চেয়ে থাকে লাগে বড্ড অজানা।

উষ্ণতা আজ ছাড়ছে সীমা, এই শুধু যে জানি,
নির্জনেতে পাতলা কানে তার প্রতিবাদ শুনি।

বিশৃঙ্খল ধরা টের পাই তার প্রতিটি নিঃশ্বাসে,
অরাজকতায় পরিপূর্ণ, সন্ত্রাসী-বিষ বাতাসে।

দিগ্বদিকে শুধু হিংসা-যুদ্ধেরই আহ্বান আসে।
গৃহবন্দি মানুষ, শুনশান পথ, পামরের ত্রাসে।

এগিয়ে চলো জোর কদমে, তুচ্ছ করে বেদনা,
ভাবুক প্রাণে জাগাতেই হবে আজ নব-চেতনা।

শুধু শান্তিতে বাঁচতে চাই, দু'টি অন্ন মুখে দিয়ে,
সহজ পথে চলবো মোরা সবাইকে সাথে নিয়ে।

 

বিডি প্রতিদিন/১০ জুন, ২০১৭/ফারজানা

সর্বশেষ খবর