বুকের ভেতর আটকে গেলে পাথর
ক্লান্তিগুলো সময় হয়ে আসে
পেপসি গেলা ভ্রান্ত সময় এখন
কাচের বোতল ফেরত দিতেই হবে
বোধ-বেদনার ব্যথানাশক সীসা
গাম-পলিথিন টোকাই চেনে ভাল
রিদম শেখার পা-ধা-ণি-সার ছলে
আমার সবই গান্ধা মনে হয়
দুদণ্ড কাক মাথায় নিলে বেলা
বাতাস কুকুর খবর নিয়ে আসে
বিজ্ঞাপনের খড় বিচুলি ঘুমে
স্বপ্ন কেবল জল খেয়ে যায় চলে
বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৭/হিমেল