রবি কখনো অস্ত যায় না, যায় না ডুবে !
বিজ্ঞান বলে, সময়ও বলে, মনও বলে-
নিজস্ব অবস্থানেই প্রস্ফুটিত রয় পুবে!
কালের চক্রে পৃথিবীমানব দৃষ্টিপাতে যুগযুগ অন্তরের গহীনে,
দ্যাখে, ওখানে এখনো সমুজ্জ্বল রবীন্দ্রনাথ পূর্ণাঙ্গ আবেদন নিয়ে-
গল্প-কবিতা-গানে উদ্ভাসিত : সুখ-দু:খ সবরকম অনুভুতি প্রকাশে- থাকে স্মরণে ।
২৫ শে বৈশাখ থেকে ২৫ শে বৈশাখ আসে নব, নব রূপে ফিরে!
বিশ্ব কবি বিশ্বমানবের হৃদয়ে আসন আরও পোক্ত করে নেয়-
ভালোবাসায় ভালোবাসাকে রাখে ঘিরে চিরতরে
রবি কখনো অস্ত যায় না- রবীন্দ্রনাথও বেঁচে থাকে : মানবের মাঝে - এই সুন্দর ভুবনে!
বিডি প্রতিদিন/৮ মে ২০১৮/হিমেল