তুমি বাঙ্গালীর শিরে নির্মিত এক সাহিত্য মঞ্চ,
কীর্তি তোমার জাতির গলায় দীপ্র মালঞ্চ ।
তোমার লেখা কবিতা, গল্প আর কালজয়ী গান,
মনন, শুভ্র চেতনায় যেন ভরে আমাদের প্রাণ।
জাগ্রত কর কোটি বাঙ্গালীরে স্বাধীন চেতনায়
স্বদেশী-তে তোমার ভূমিকা আজো কি ভুলা যায়।
বৃটিশের দেয়া - নাইট উপাধি করলে প্রত্যাখ্যান,
শিক্ষা দিয়েছো ব্যক্তির চেয়ে দেশ বড় অম্লান।
কবি-গুরু তুমি শিক্ষাগুরু, সাহিত্য সম্রাট,
তুমি গুরু সব কবি লেখকের নেই কোন বিভ্রাট।
জীবনী তোমার এ জাতির স্মৃতি জ্বালিয়ে আদর্শ,
আলো দিয়ে যায় আলোকিত করে প্রাণের স্পর্শ।
দর্শন, জ্ঞানে সমৃদ্ধ তুমি করেছো বাঙ্গালীরে,
ধ্যান, আধ্যাত্ম, রাজনীতি নিয়ে গবেষণার ভীড়ে।
তোমার লেখনী প্রেরণা গড়েছে সকল লেখক কবি,
সাহিত্য রঙে বাঙ্গালীর প্রাণে তোমারই আঁকা ছবি।
তোমার স্মরণে - বন্দনা শেষ হবে না কোনদিন,
তোমার চরণে আঠারটি লাইন, করজোড়ে এই হীন।
বিডি প্রতিদিন/৮ মে ২০১৮/হিমেল