২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:৩০

ঝরা পাতাদের গল্প...

গোলাম রাব্বানী

ঝরা পাতাদের  গল্প...

প্রতীকী ছবি

গল্প শুনবে, গল্প?
ঝরা পাতাদের গল্প?
আজ হঠাৎ বিকেল বেলা
পিচঢালা পথের ধারে
দেখা হলো ঝরা পাতাদের।
 
বেশ চুটিয়ে আড্ডা 
দিচ্ছেন তারা,
দুঃখ কষ্টের গল্প
বলছে মন খুলে।
রাজনীতি, অর্থনীতি
প্রেম, বিরহ সবই 
ছিল তাদের আলোচনায়।

তবে তাদের আড্ডার 
শুরুতে ছিল শোক প্রস্তাব
সকল ঝরা পাতার জন্য। 
দাঁড়িয়ে এক মিনিট নিরবতা 
পালন করলেন তারা।

তবে ঝরে পড়া নিয়ে 
কোনো দুঃখ নেই তাদের,
শুধু নিয়ম মানতেই এই নিরবতা।
নতুন পাতার আগমনী বার্তায়
উচ্ছ্বসিত তারা, অনেকেই 
গুণগুনিয়ে গানও গাইছেন।

আমি অনুমতি 
না নিয়েই যোগ দিয়েছিলাম 
ঝরা পাতাদের আড্ডায়,
শুনছিলাম তাদের গল্প।
ভাবছিলাম, আমার উপস্থিতি
তাদের নজর এড়িয়ে যাবে।
কিন্তু না, হঠাৎ করে 
ঝরা পাতাদের রাজা
দৃষ্টি দিল আমার দিকে,
মিটিমিটি হেসে বলল
তুমি কেন গো
আমাদের আড্ডায়?
তুমিও কী জীবনযুদ্ধে 
হেরে যেতে বসেছো?
মনুষ্য জাতির দেওয়া 
কষ্টে অতিষ্ঠ?
আসলে মনুষ্য জাতি
শুধু নিতে জানে, 
দিতে জানে না
হঠাৎ রং বদলায়
ভুলে যায় অতীতকে।

তার কথা শুনে একটু 
ভাবনায় পড়ে গেলাম,
রাজা তো ঠিকই বলেছে!
তাই আর সময় না নিয়ে
সায় দিলাম রাজার কথায়। 
রাজার হাতে হাত রেখে
যোগ দিলাম তার দলে।
বললাম, আজ থেকে
আমিও ঝরা পাতাদের দলে।

সব কিছু বিসর্জন দিয়ে
হয়ে গেলাম একলা...
শুধুই একলা...
আর পিছনে ফিরে 
তাকানো নয়
একাকী পিচ্ছিল পথে এগিয়ে চলা...

 

লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক

সর্বশেষ খবর