সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
পাঠকের লেখা

ছ্যাঁকা বা ব্রেকআপ কী?

ব্রেকআপ হলো দুটি মনের সংযোগ বিচ্ছিন্ন

অর্পণ দাশগুপ্ত

►  জ্যামিতি অনুসারে : ব্রেকআপ হচ্ছে দুটি মনের বিপরীতমুখী বা বিপরীতধর্মী অবস্থান বা দূরত্ব।   

 

► অর্থনীতি অনুসারে : ব্রেকআপ হচ্ছে এমন একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, যার চাহিদা এবং জোগানের মাত্রা সর্বদা প্রেমের   চাহিদা/জোগানের সম্পর্কের বিপরীতধর্মী হয়।

 

► পদার্থ অনুসারে : ব্রেকআপ হচ্ছে একটি পি-এন জংশন ডায়োডের বিপরীতমুখী ঝোঁক বা রিভার্স বায়োস।

 

► কম্পিউটার সায়েন্স অনুসারে : ব্রেকআপ মূলত দুটি মনের ডাটা কেবল সাহায্য ছাড়াই যে কানেকশন বিদ্যমান ছিল, সেটি হঠাৎ বিনা নোটিসেই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা।   

 

► রসায়ন অনুসারে : ব্রেকআপ হলো দুটি মনের পারস্পরিক অবস্থানের ফলে উৎপন্ন ভিন্ন ঘূর্ণনধর্মী দুটি ইলেকট্রনের পরস্পরবিরোধী বিকর্ষণ। 

 

►অ্যাকাউন্টিং অনুসারে : ব্রেকআপ হলো দুটি মনের  পরস্পর সংযোগ মাধ্যমের ফলে সৃষ্ট হওয়া ক্ষতি কিংবা নিছক লোকসান।

 

► যুক্তিবিদ্যা অনুসারে : প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকরণ নিয়মের ওপর ভিত্তি করে দুই ভিন্ন ব্যক্তিসত্তার মনের সঙ্গে মনের দূরত্ব বা অবস্থানের মধ্যবর্তী দূরত্ব সাম্যাবস্থান থেকে বেড়ে যাওয়াকে ব্রেকআপ বলে অভিহিত করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর