ফেসবুক আইডির নিরাপত্তা বিষয়ে বল্টু মাত্রাতিরিক্ত সতর্ক। যে কোনো মূল্যে নিজের ফেসবুক আইডি সে নিরাপদ রাখতে চায়। তাই ফেসবুক আইডির পাসওয়ার্ড সে দিল বাহাত্তর সংখ্যার। যেখানে এগারো সংখ্যার মোবাইল নম্বর মনে রাখতেই সে হিমশিম খায় সেখানে এত বড় পাসওয়ার্ড তার পক্ষে মনে রাখা সম্ভব হলো না। ফেসবুক আইডির পাসওয়ার্ড সে লিখে রাখল মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে। সেই ফাইল আপলোড করল গুগল ক্লাউড সার্ভারে। গুগল ক্লাউড সার্ভারেরও আইডি পাসওয়ার্ড লাগে। এবার গুগলের পাসওয়ার্ড দিল চৌরাশি সংখ্যার। এত বড় পাসওয়ার্ড তার আরও বেশি মনে রাখা সম্ভব না। তাই গুগলের চৌরাশি সংখ্যার সেই পাসওয়ার্ড লিখে সংরক্ষণ করে রাখল আমাজন ওয়েব সার্ভারে। যেহেতু সেখানেও আইডি পাসওয়ার্ড লাগে বল্টু আমাজনের পাসওয়ার্ড দিল এক শ এক সংখ্যার। বিশাল বড় সেই পাসওয়ার্ড সে এবার একটা কাগজের টুকরোতে লিখে বাসার আলমারির সবচেয়ে ভিতরের কম্বলের ভাঁজে লুকিয়ে রাখল। তারপরও তার মনে খুঁতখুঁতানি কমল না। তার শুধু মনে হতে লাগল আলমারির নিরাপত্তা কে দিবে? তাই সে বাজারে গিয়ে তালা-চাবি মিস্ত্রিকে ডেকে এনে আলমারি জন্য স্পেশাল তালা-চাবি বানাল। আলমারি তালা মেরে চাবি হাতে সে আরেক চিন্তায় পড়ল। এখন এই চাবি সে কোথায় রাখবে? অনেক ভাবনা-চিন্তার পর সে আলমারির চাবির নিরাপত্তায় মার্কেট থেকে বেশ দাম দিয়ে শক্ত, মজবুত, ভারী একটা সিন্দুক কিনে আনল। এই সিন্দুকের বিশেষ বৈশিষ্ট্য, ড্রিল মেশিন দিয়েও এটা ছিদ্র করা যায় না। সিন্দুক খুলতে চাইলে নব ঘুরিয়ে ষোল সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হয়। বল্টু সিন্দুকের জন্য ষোল সংখ্যার একটা পাসওয়ার্ড দিল। সেই পাসওয়ার্ড মনে রাখতে, লাল কাপড়ে পাসওয়ার্ডটা লিখে তাদের গ্রামের বাড়ি চলে গেল। তার গ্রামের বাড়ির পিছনে একটা পুরনো ঘর আছে। অনেক বছর সেই ঘরের আশপাশেও কেউ প্রবেশ করেনি। সেই পুরনো ঘরের পাশের প্রাচীন কড়ই গাছের নিচে কোদাল শাবল দিয়ে দশ হাত মাটি গর্ত করে সিন্দুকের পাসওয়ার্ড সংবলিত সেই লাল কাপড় পুঁতে, শহরে ফিরে এলো। এবার স্বস্তি। বল্টুর ফেসবুক আইডি এবার নিরাপদ। সে খাটে গিয়ে শুয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যে আরামসে নাক ডাকতে আরম্ভ করল। মাঝরাতে মোবাইলের টুংটাং শব্দে তার ঘুম ভেঙে গেল। মোবাইল হাতে নিয়ে সে দেখল মোবাইলে মেসেজে এসেছে, ‘ভাইজান আমার নাম মফিজ। আমি আপনার ফেসবুকে ঢুকে গেছি, চ্যাটবক্স পড়ছি। বড়ই বিনোদন।’ বল্টু শোয়া থেকে এক লাফ দিয়ে উঠে বসল। এত নিরাপত্তার পরও কীভাবে তার আইডিতে চোর ঢুকল! তার মাথায় কিছুই ঢুকছে না। হতভম্ব হয়ে সে মোবাইল হাতে নিয়ে বসে রইল। মফিজ একটা হাসির চিহ্ন দিয়ে আরেকটা মেসেজে লিখল, ‘ভাইজান, এরপর থেকে সাইবার ক্যাফেতে ফেসবুক লগইন করলে লগআউট না করে বের হবেন না! হে হে হে...’
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে