আমার এক বড়ভাই বললেন, চুন খেয়ে মুখ পুড়লে মানুষ দই দেখেও ভয় পায়। আমি বললাম, হঠাৎ এই পুরনো কথাটা বিশেষ গুরুত্ব দিয়ে বলার কারণ কী? বড়ভাই বললেন, বলার কারণ হচ্ছে জিনিসপত্রের দাম। আমি বললাম, এটাও কিন্তু পুরনো কথা। এই কথার সঙ্গে চুন খেয়ে মুখ পুড়ে দই দেখে ভয় পাওয়ার কী সম্পর্ক? বড়ভাই বললেন, সম্পর্ক আছেরে পাগলা! জিনিসপত্রের দাম বেশি হওয়ার কারণে আমি বাজারের নাম শুনলেই ভয় পাই। তবে সেটা কাঁচাবাজার, মাছবাজার, মাংসের বাজার। অথচ তোর ভাবি কী সুন্দর করেই না কক্সবাজার যাওয়ার অফার করল। তাও শ্বশুরের টাকায়। কিন্তু যেহেতু জায়গাটার নামের সঙ্গে ‘বাজার’ যুক্ত আছে, মানে কক্সবাজার, ব্যস, আমি ভয় পেয়ে গেলাম। আমার ভয় কাটাতে যে পরিমাণ সময় লাগল, ততক্ষণে তোর ভাবি তার বাবার টাকায় কক্সবাজার যাওয়ার মাগনা অফারটা ফিরিয়ে নিল। আফসোস! আমার এক ছোটভাই বলল, ছাত্রজীবনে স্যাররা বিশেষ কিছু প্রাণীর সঙ্গে আমাকে তুলনা করেছেন। তখন বিষয়টি নিয়ে মন খারাপ হয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে, মন খারাপ করা উচিত হয়নি। বরং নিজেকে দামি এবং মূল্যবান মনে করে গর্বিত হওয়া উচিত ছিল। আমি জানতে চাইলাম ছোটভাইকে ছাত্রজীবনে তার স্যাররা কোন প্রাণীর সঙ্গে তুলনা করেছিল। সে বলল- গরু, বলদ। আপনি চিন্তা করেন ভাই, আমাকে কত দামি প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছিল। গরুর মাংসের দাম আজ কত বেড়ে গেছে! আমি বললাম, তোর কথায় যুক্তি আছে। তবে তোর কপাল ততটা ভালো না। আর ভালো না বলেই তোর স্যাররা তোকে ‘গরু’ ডেকেছে। ডাকা উচিত ছিল ‘ছাগল’। এখন গরুর মাংসের চেয়ে ছাগল আইমিন খাসির মাংসের দাম কিন্তু বেশি। আমার এক বন্ধু বলল, এখন কাঁচাবাজারে আগুন জ¦লে। তবে এ আগুনের জন্য আমাদেরও দায় আছে। কেন এত দাম দিয়ে বেগুনি খেতে হবে? বেগুনি খাওয়া কমিয়ে দিলেই তো বেগুনের দাম কমে যায়। এবার পাশ থেকে একজন বলে উঠল, আপনি একদম ঠিক বলেছেন। বেগুনের দাম কমানোর স্বার্থে আমি শুধু বেগুনি খাওয়া-ই কমাইনি, বেগুনি কাপড় পরাও ছেড়ে দিয়েছি। এই যেমন ধরেন আপনার ভাবি খুব শখ করে আমার জন্য বেগুনি রঙের একটা টাই কিনেছিল। আমি কিন্তু টাইটা পরছি না। আমার এক ভাবি বললেন, আপনার ভাইকে আজকাল কোনোভাবেই বাজারে পাঠানো যাচ্ছে না। কী করি বলেন তো! আমি বললাম, তাকে বাজারে যেতে বাধ্য করতে হলে আপনাকে একটা কৌশল অবলম্বন করতে হবে। ভাবি জানতে চাইলেন, কী ধরনের কৌশল? আমি বললাম, আপনাকেই বাজারে যেতে হবে। ভাবি বিরক্ত হয়ে বললেন, ধুর, এটা কোনো কৌশল হলো? আমি বললাম, আপনি যদি বিশ্বাসযোগ্য ভঙ্গিতে একটা কথা বলতে পারেন, তাহলে দেখবেন জীবনেও আপনাকে বাজারে পাঠাবে না। আপনি বলামাত্র ব্যাগ নিয়ে বাজারে দৌড় দেবেন। এবার ভাবি জানতে চাইলেন কথাটা কী। আমি বললাম, আপনি বাজার থেকে ফিরে বলবেন, আজ কাঁচাবাজারে আমার এক ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো। ছেলে ফ্রেন্ড। কলেজ লাইফে সে আমাকে পছন্দ করত। জানতে পারলাম, সে নাকি এখানে প্রায়ই বাজার করতে আসে। ব্যস!
শিরোনাম
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
বাজার ভাবনা
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর