আমার এক বড় ভাইকে জিজ্ঞাসা করলাম, আপনার এলাকায় গরম কেমন? বড় ভাই জবাব দিলেন, সন্তোষজনক। আমি অবাক হলাম। বড় ভাই বললেন, কদিন আগেও গরমে পাগল হওয়ার দশা। তারপরও তুই যখন জিজ্ঞাসা করলি আমার এলাকায় গরম কেমন, তখন আমি যে বললাম সন্তোষজনক, এটা কেন বললাম? কারণ, আমি আমার মেজাজ ঠান্ডা রাখার চেষ্টা করছি। এখন যদি মেজাজও গরম বানিয়ে ফেলি, তাহলে এসি বিস্ফোরণের মতো মাথা বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তাই যা-ই প্রশ্ন করিস, জবাব দেব কুল কুল। এমনকি তুই যদি এখন আমাকে একটা ঘুষিও মারিস, আমি মোলায়েম গলায় বলব, ঘুষি খুব ভালো হয়েছে। আরেকটা হবে? আমি বুঝলাম, গরমে ভাইয়ের মাথায় ভালোই সমস্যা দেখা দিয়েছে। তাই আর কথা বাড়ালাম না। বরং এক প্রতিবেশীর সঙ্গে আলাপ জুড়লাম। তিনি কথায় কথায় বললেন, যা গরম পড়েছে, তাতে মনে হচ্ছে ফ্যামিলিতে আর জুতাগত তফাৎ থাকবে না। আমাদের সবাইকে একই রকম জুতা পরতে হবে। প্রতিবেশীর কথার আগামাথা বুঝতে না পেরে আমি বললাম, জুতাগত তফাৎ মানে? প্রতিবেশী বললেন, খুবই সহজ বিষয়। আমরা সাধারণত কী করি? নারীদের জন্য একধরনের জুতা, পুরুষদের জন্য আরেক ধরনের জুতা কিনে থাকি। আরও সহজ ভাষায় যদি বলি, আমার আর আমার বউয়ের জুতা কিন্তু একরকম না। অথচ যা গরম পড়েছে, তাতে মনে হচ্ছে একই রকম জুতা কিনতে হবে। আমি বললাম, একই রকম জুতা কিনলেই কি গরম কমে যাবে? প্রতিবেশী বললেন, বোকার মতো কথা বলেন কেন? গরমে যে রাস্তার পিচ গলে যাওয়ার মতো অবস্থা হয়েছে, জানেন? এ অবস্থায় পাতলা সোলের স্যান্ডেল পরে হাঁটলে পায়ে গরম লাগে। এ জন্য আমার বউয়ের হাইহিল পরতে পারলে আরাম আর আরাম। তবে যে কোনো পুরুষেরই উচিত হবে হাইহিল পরার আগে নারীদের কাছ থেকে মাসখানেকের একটা শর্টকোর্স করে নেওয়া। ততদিনে গরম কমে গেলে অবশ্য কোর্সটাই বৃথা গেল। আমার এক ভাবি বললেন, গরম যেহেতু পড়েছেই, আরেকটু পড়লে ভালো হয়। আমি বললাম, বলেন কী ভাবি! গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি অথচ আপনি বলছেন আরও গরম পড়লে ভালো হয়? ভাবি বললেন, যা বলেছি, বুঝে শুনেই বলেছি। গরমের জন্য রান্নাঘরে যেতে পারছি না। কিন্তু রান্না না করলেও তো হচ্ছে না। আমি বললাম, এই গরমেই রান্নাঘরে যেতে পারছেন না, তাহলে কীভাবে বলছেন আরও গরম পড়লে ভালো হয়? ভাবি বললেন, আরও গরম পড়লে হবে কী, আর রান্নাবান্নাই করতে হবে না। তরিতরকারি এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। সুবিধা না? বিরাট সুবিধা কিন্তু।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
গরম গরম
আমি বললাম, কীভাবে বলছেন আরও গরম পড়লে ভালো হয়? ভাবি বললেন, আরও গরম পড়লে হবে কী আর রান্নাবান্নাই করতে হবে না...
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর