আমার এক বড়ভাই বললেন, এখন সবকিছু কত সহজ হয়ে গেছে! অথচ আগে কত কঠিন ছিল। ভালো, খুবই ভালো। আমি বললাম, এমন সংক্ষেপে না বলে একটু বিস্তারিত বললে ভালো হতো। মানে আগে কী কঠিন ছিল, এখন কী সহজ হলো, এ বিষয়টা আরকি। বড়ভাই বললেন, বিষয় খুবই সহজ। অতএব এত বুঝিয়ে বলার কিছু নেই। ছোটবেলায় আমরা কী করেছি? ‘আয় আয় চাঁদ মামা’ বলে চাঁদকে ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলেছি। কিন্তু চাঁদ মামা আসেনি। যে কারণে চাঁদ মামার সঙ্গে দেখাও হয়নি। অথচ এখন চাঁদ মামা আসলো কি আসলো না ওইসব নিয়ে কোনো চিন্তা করতে হয় না। আমরাই চলে যেতে পারি চাঁদ মামার কাছে। কত সহজ হয়ে গেল না বিষয়টা? ডাকাডাকির দরকার পড়ল না। তবে আরও সহজ হতো, যদি চাঁদ মামার কাছে যেতে চন্দ্রযান না লাগতো। যদি রিকশায় যাওয়া যেত। ভাড়া না হয় একটু বেশি নিত, সমস্যা কী! আমার এক বন্ধু বলল, চাঁদে মানুষ গিয়েছে। এটা আনন্দের। তবে একটা বিষয় কোনোভাবেই আমার মাথায় ঢুকছে না। প্রতিটা মানুষ সেলফিবাজ। মানে সেলফি তোলার জন্য পাগল। অথচ দীর্ঘদিন ধরে চাঁদে বসবাস করছে যে মানুষটা, তার সঙ্গে এখন পর্যন্ত কেউই সেলফি তুলল না। তাহলে কি চাঁদে সেলফি তোলার মতো পরিবেশ নেই? যদি না থাকে, তাহলে বলবে তো! বললেই তো সুন্দর করে একটা সেলফি জোন বানিয়ে দেওয়া হয়। আমি বললাম, সবই বুঝলাম। তুই কার সঙ্গে সেলফি তোলার কথা বলছিস? মানে দীর্ঘদিন ধরে চাঁদে কে বসবাস করছে? বন্ধু বলল, কে আবার, চাঁদের বুড়ি। আচ্ছা, তুই-ই বল তো, এখন পর্যন্ত যারা চাঁদে গিয়েছে তুই কি কাউকে চাঁদের বুড়ির সঙ্গে সেলফি তুলতে দেখেছিস? চাঁদের একজন সিনিয়র সিটিজেনের প্রতি এমন অবহেলা, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার এক ছোটভাই বলল, চাঁদে এর আগে মানুষ গিয়েছে, ফেরতও চলে আসছে। এমন একদিন আসবে যখন মানুষ চাঁদে বসবাস করবে। কিন্তু সেটা একটু বেশিই ব্যয়বহুল হয়ে যাবে। চাঁদের পরিবর্তে সূর্যে বসবাস করতে পারলে অবশ্য এত খরচ লাগত না। আমি বললাম, খরচটা কীসের? আর চাঁদে বসবাস করলে অনেক খরচ লাগবে, সূর্যে বসবাস করলে লাগবে না- কারণ কী? ছোটভাই বলল, খরচটা বিদ্যুতের। আমি মনে করি চাঁদে বসবাস করতে গেলে বিদ্যুৎ খরচের পেছনেই চলে যাবে ম্যালা টাকা। কারণ, চাঁদের নিজের কোনো আলো নেই। আলোর জন্য পুরোপুরি নির্ভর করতে হবে বিদ্যুতের ওপর। এদিকে বিদ্যুতের দামও চড়া। অথচ চাঁদের নিজস্ব আলো না থাকলেও সূর্যের নিজস্ব আলো আছে। সুবিধাটা কোন জায়গায়, এবার বুঝতে পেরেছেন? আমার এক প্রতিবেশী বললেন, মানুষ আজকাল খালি গ্রুপিং করে। যেখানে যায়, সেখানেই কমিটি-উপকমিটি বানাতে চায়। নিজে সভাপতি হতে চায়, সেক্রেটারি হতে চায়। এর জন্য আবার পোস্টারিংও করে। সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানায়। আমি চিন্তা করছি, ভবিষ্যতে যখন আরও বেশি সংখ্যক মানুষ চাঁদে যাবে তখন তো সেখানে কমিটি না হোক, অন্তত একটা উপকমিটি গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে। কিন্তু প্রার্থীরা প্রচার-প্রচারণা কীভাবে চালাবে? আমি বললাম, কেন? প্রচার-প্রচারণা চালাতে সমস্যা কোথায়? প্রতিবেশী বললেন, সমস্যা আছেরে ভাই! আমি এখন পর্যন্ত চাঁদের যত ছবি দেখেছি, কোনোটাতেই কোনো গাছ দেখিনি। গাছ না থাকলে ব্যানার কোথায় ঝুলাবে? বাড়িঘর বা দেয়ালও দেখিনি। তাহলে পোস্টার সাঁটাবে কোথায়?
শিরোনাম
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
চাঁদবিষয়ক আলাপ
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম