শিরোনাম
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

আমরা কিন্তু রক্তাপ্লুত বহুদিনই

কাজল বন্দ্যোপাধ্যায়

আমরা কিন্তু রক্তাপ্লুত বহুদিনই, দ্বন্দ্বদীর্ণ-রক্তাপ্লুত।

আমরা কিন্তু বহুদিনই স্বেছাবন্দী-গৃহবন্দী।

আমাদের কি মুক্তি আছে? আমাদের কোন ছিঁচকান্না!

বহুদিনই বন্দী আমরা অভিমানে-আত্মাভিমান, দেশাভিমান, ধর্মাভিমান।

এরূপ কিছু মোহে প’ড়েই আমরা কিন্তু ভাবতে চাইনি,

বলতেও নয়-বন্দী যে ভাই আমরা সবাই! বলতে চাইনি

পিতৃহারা হয়েছিলাম এ-ভূখন্ডে জঙ্গিদেরই গুলিগোলায়,

সত্য এমন আড়াল করে বলে গেছি মহাচতুর:

বিপথগামী ক’জন সেনা

মেরে ফেললো জনককে, হায়!

কি বলেছি?

বিপথগামী ক’জন সেনা

মেরে ফেললো জনককে, হায়!

সত্য কিন্তু এ-ভূখন্ডে তারাই ছিল প্রথম জঙ্গি, প্রথম উগ্র

 

সেই যে তখন শুরু হলো ভাবের ঘরে

কী ভয়ানক পুকুরচুরি আর চলে গেলো, জনক,

তোমার সঙ্গী-সাথী ঘাতক নেতার রঙচাতালে, মন্ত্রিসভায়-

দাঁড়ালো না প্রতিযুদ্ধ ধর্মায়নের;

চললো ক’ষে ধারাবাহিক মিনারান্ধ রাজার নীতি,

সংবিধানের পদদলন্ত-

উন্মাদনায় এখন তো দেশ পরিপূর্ণ-

রক্তাপ্লুত সারাটি দেশ।

হাঃ আমাদের দেশবাসী এভাবেই যে প্রতিবন্ধী!

স্বেচ্ছাবন্দী, বন্দী তারা

কানাগলির আপন ঘরে!

 

আমরা অন্ধ রক্তাপ্লুত বহুদিনই,

স্বেচ্ছাবন্দী-গৃহবন্দী আমরা কিন্তু বহুদিনই!!

সর্বশেষ খবর