মুখোশ পরেছি সবাই
ভালো থাকার মুখোশ
মুখোশ পরেছি সবাই
ভালো রাখার মুখোশ।
আগে বিয়ে বাড়িতে সানাই বাজত
সাজসজ্জার অপূর্ণতা
ঢেকে যেত সকলের আন্তরিক উচ্ছ্বাসে,
এখন চোখ ধাঁধানো সাজসজ্জা বিয়ে বাড়িতে
কৃত্রিম হাসি ধরে রাখে সবাই...
না জানি কোন ক্যামেরায় বাধা পড়ে মুখ;
পিতার বাড়ি ত্যাগ করলেও কনেরা এখন কাঁদে না
দীর্ঘ তিন ঘণ্টার কড়া মেকাপ কে নষ্ট করতে চায়!
এই বিয়ে বাড়ি, এই লোকজন
এই বর কনে সবাই পরে আছে মুখোশ
ভালো থাকার মুখোশ ভালো রাখার মুখোশ।
বাড়িতে শান্তি নেই একফোঁটা
স্বামী-স্ত্রী যেন কুরুক্ষেত্রের প্রতিদ্বন্দ্বী সেনাপতি
তাদেরও গুরু সেই সেনারাজ দ্রৌণাচার্য
তবু ফেসবুকের দেয়ালে তাদের হাস্যোজ্জ্বল যুগল ছবি
ক্যাপশন যার... ‘ভালোবাসার বন্ধনে’।
এই যুগল ছবি এই ফেসবুক
মুখোশ সবই
ভালো থাকার মুখোশ ভালো রাখার মুখোশ।
১৬ কোটি মানুষের ৩৬ কোটি রকম মুখোশ
মুখোশ পরেছি সবাই
ভালো থাকার মুখোশ
মুখোশ পরেছি সবাই
ভালো রাখার মুখোশ।