শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
কবিতা

সেই কিশোরীর কথা

মুহাম্মদ সামাদ

সেই কিশোরীর ভালোবাসা ক্ষণে ক্ষণে ফুল হয়ে ফোটে

বুকের ভেতরে থেমে থেমে কান্নায় ডুকরে ওঠে;

আমি তার প্রতীক্ষায় রাতদিন কাঁদি আর কাঁদি

আমার কান্নার কষ্টে একা একা কাঁদে সেই মেয়ে।

আমার চোখের জলে বেদনারা ফিরে ফিরে আসে

অন্ধকারে মন্থর হাওয়ায়- বিষণ্ণ বাতাসে।

 

আমাদের অস্ফুট অকুল বেদনার ভারে- হায়,

অর্ফিয়্যুসের বীণার মধুর সুর থেমে যায়;

শিশিরের পতনের মতো নীরব সবুজ পাহাড়ের চূড়া থেকে-

পাদদেশে নদী কাঁদে বৃক্ষ কাঁদে- কাঁদে পাখি; তাদের কান্নায়

হরিণের ফড়িঙের পথিকের নীরব বেদনা দূরে ভেসে যায়।

 

আমার কণ্ঠার হাড়ে কিশোরীর অব্যক্ত বেদনা মাথা রাখে

আমি কাঁদি- কাঁদি বেদনার ভারে- সেও কাঁদে সারারাত ধরে;

আমাদের নরম পাঁজর ভেঙে যায়- অশ্রুজলে সব প্রেম ভিজে যায়;

এই রূপসী আমার আজন্ম কিশোরীমুখ- আজ এক রূপবতী নারী;

বুকে তার সাগরের ঢেউ, কোমল কপালে লাল টিপ- পরনে হলুদ শাড়ি।

 

অপর পুরুষ এসে নিয়ে গেছে তারে- সে আর আসে না ফিরে

অঝোর কান্নায় আমার দুচোখ লাল হয়ে যায়...

আমার নতুন কবিতায় তার কচিমুখ আদরে আনন্দে ভরে যায়

সে আমার নাকে চোখে মুখে ও কপালে রাতভর চুমু খায়- 

তার কোল ঘেষে এক পোষা বেড়ালের চোখ জ্বলে ভীষণ ঈর্ষায়!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর