শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
কবিতা

বিছানাবিশ্রাম

ফারুক মাহমুদ

ধন্যবাদ চিকিৎসক। আপাতত বাধ্যতামূলক

আমার এ বিছানা-বিশ্রাম... মন্দ কিছু নয়, আছি...

 

মুখস্থ কাজের ভিড়ে হন্তদন্ত ছোটাছুটি নেই

 

কোন স্মৃতি বর্গাকার, বৃত্তাবদ্ধ, মুক্ত আয়তনে

কার হাতে জলস্থিতি, কার চোখে নেমে থাকে ঘুম

আমার চিন্তায় নেই। কেন নড়ে কবিতা ভিত,

বিনয়ের জানা ছিল প্রিয় ‘চাকা’ কেন ফেরেনি

অসমাপ্ত কবিতার শরীরে থাকে কৌণিক ক্ষুধা

জীবনানন্দের চোখে কত রাত্রি নদী হয়ে ভাসে

গল্পটা কোথায় যাবে... দেখেছেন লেভ তলস্তয়

 

রবীন্দ্রনাথ আছেন। তার কণ্ঠে, ঘুরে ঘুরে আসে

প্রেমের প্রখর দীপ্তি, অভিমান, দেহের অতীত...

চোখর জলের দাগ রেখেছেন প্রীতিসিক্ত মনে

দেওয়ালের নোনা থেকে হেসে ওঠে করবী-কুসুম

 

আলস্য বিদগ্ধ হলে, তুচ্ছ হোক, কিছু প্রাপ্তি হয়!

না-পড়া বইয়ের সঙ্গে মুগ্ধপ্রেমে কাটাচ্ছি সময়

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর