ভেবো না, আবার সকাল হবে, ফুল ফুটবে,
পাখি ডাকবে,
ভয় নেই;
সবখানে ঝলমল করবে আলো
দেখবে, পৃথিবী কী ভালো, কী সুন্দর!
আবার শুনবে আনন্দের গান,
সুগন্ধে সৌরভে ভরে যাবে প্রাণ
অপেক্ষা করো;
সব দুঃখ দূর হবে, মেঘ কেটে যাবে
আবার সুখের সন্ধান পাবে,
বলেছি তো, ভয় নেই,
আবারও বলছি, ভয় নেই।