অনন্ত স্বপ্নের পর্দা ছিঁড়ে সোনালি হাওয়ায় নিদ্রা জেগে উঠি, মাটির গন্ধে ভিজে থাকা ক্ষেতের গন্ধ বাতাস মিশিয়ে দেয়, চারপাশ গন্ধভরা শালবনের ছায়ায় হারিয়ে যায় সূর্যের শেষ রং লাল গোধূলি
জেঁকে বসে মাঠের কোণে শালপাতা,
উড়ে যায় মেঠোপথে বাতাসের হাত ধরে শালিকেরা,
গায় সন্ধ্যার গান, মিশে যায় ধুলোয় আঁকা পায়ের ছাপ
প্রকৃতি ও ভালোবাসার জীবন শস্যের মতো পেকে ঝরে যায়, সব যেন থমকে যায় সময়ের মতো হারিয়ে
যায়, জীবনের সকল গোপন গল্প