দিনাজপুরের হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির পরিচিতি দেশে-বিদেশে। লাইব্রেরিটির সমৃদ্ধ সংগ্রহশালার কারণে এই পরিচিতি গড়ে উঠেছে। যা শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবী আলহাজ মোহাম্মদ হেমায়েত আলী ৩ জুলাই, ১৯৩১ সালে প্রতিষ্ঠা করেন। প্রথমে মুসলিম মঙ্গল পাঠাগার নামে হলেও পরবর্তীতে তৎকালীন শিক্ষামন্ত্রী খাজা নাজিমউদ্দিন ১৩ জুন ১৯৩৩ সালে উদ্বোধন করেন। প্রতিষ্ঠানে দুটি দ্বিতল ভবনে সেমিনার কক্ষসহ আঠারোটি কক্ষ রয়েছে। এখানে এগারোটি জাতীয় দৈনিক, তিনটি স্থানীয় দৈনিক, দুটি মাসিকসহ একটি ত্রৈমাসিক পত্রিকা নিয়মিত রাখা হয়। প্রতিদিন গড়ে অর্ধশত পাঠক নিয়মিত আসেন। তার মধ্যে নানা পেশার অবসরপ্রাপ্ত প্রবীণ যেমন থাকেন, তেমনি আসেন আজকের তরুণ সাহিত্য-সংস্কৃতি কর্মী এবং আগ্রহী শিক্ষার্থীরা। এখানে বই আছে প্রায় ৪৫ হাজার। এর মধ্যে প্রাচীন ও দুর্লভ গ্রন্থের সংখ্যা প্রায় ১০ হাজার। এখানে আছে হাতে লেখা তিনটি পবিত্র কোরআন শরিফ। আছে সব ধর্মের পবিত্র গ্রন্থসমূহ। এ ছাড়া পাঠাগারটির সংগ্রহে আছে প্রায় ৫০০ প্রাচীন পুথি। এসব পুথির কোনোটারই বয়স ৩০০ বছরের কম নয়। ১৯৫১ সালে হেমায়েত আলীর পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে নওরোজ সাহিত্য মজলিশ। এ পাঠাগারে নিয়মিতভাবে আয়োজিত হয়েছে বঙ্গীয় সাহিত্য উৎসব। এসেছেন দেশ-বিদেশের বরেণ্য কবি-সাহিত্যিকগণ। এখনো এখানে যেসব প্রাচীন নিদর্শন রয়েছে, সেগুলোর মধ্যেই যুক্ত আছে প্রাচীন বাংলার ইতিহাস। এ লাইব্রেরিকে ব্যবহার করে অনেকেই গবেষণাসহ পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন এবং এখনো করছেন। সরকারি সহযোগিতা এবং বিদ্যোৎসাহী দেশি-বিদেশি সব মহলের উদার পৃষ্ঠপোষকতা পেলে হেমায়েত আলী পাবলিক লাইব্রেরি এবং দিনাজপুর মিউজিয়াম দেশের সংস্কৃতি ও প্রত্নতত্ত্বের ক্ষেত্রে আরও গঠনমূলক ভূমিকা রাখতে পারে। -মোকাররম হোসেন
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
৯৪ বছরের লাইব্রেরি
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর