ইতিহাসে জায়গা করে নিয়েছেন মানিকগঞ্জের মেয়ে রৌশনারা রহমান। ডাকনাম দুলন। যুক্তরাজ্যের রামসগেইট শহরের মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। রৌশনারা ওই শহরের প্রথম এশীয় বংশোদ্ভূত মেয়র। ২০১৭ সালে যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন রৌশনারা রহমান। অল্প ভোটের ব্যবধানে সে সময় পরাজিত হন তিনি। এর আগে লেবার পার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। গত ১৪ মে বিপুল ভোটে যুক্তরাজ্যের রামসগেইটের মেয়র নির্বাচিত হন
রৌশনারা। তার শৈশব, কৈশোর কেটেছে যুক্তরাজ্যেই। মাত্র ১৩ বছর বয়সে তিনি বিদেশ পাড়ি জমান। মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করলেও দেশের টান কমেনি। প্রতি বছরই দেশে আসেন। নিজের গ্রামে মানবসেবায় প্রতিষ্ঠা করেছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন নানা প্রজেক্ট ও পরিকল্পনার মাধ্যমে সাধারণ মানুষকে সহায়তা দিয়ে থাকে। যুক্তরাজ্যে তার বেড়ে ওঠা ছিল চমকপ্রদ। যুক্তরাজ্যে প্রায় ১২ বছর আগে বাংলাদেশ থেকে রিকশা নিয়ে গিয়েছিলেন। দেশের ঐতিহ্যকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতেই এই অদ্ভুত কাণ্ড করেন তিনি। লন্ডনে বাংলাদেশি রিকশা ছুটছে এই দৃশ্য প্রবাসী বাংলাদেশি তো বটেই, স্থানীয় লন্ডনবাসীদেরও অবাক করেছিল। রৌশনারার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা কাশিমপুর গ্রামে। তার বাবার নাম প্রকৌশলী রজ্জব আলী খান। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে রৌশনারা সবার বড়। পড়াশোনা করেছেন সিঙ্গাইর উপজেলার ইরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় তালেবপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েছিলেন। সে বছরই মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে প্রবাসী হন। সেখানে উচ্চশিক্ষা নিয়েছেন আইন বিষয়ে। ব্যারিস্টারি ডিগ্রি লাভ করেন সেখান থেকেই। পড়াশোনার পাশাপাশি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। রামসগেইট শহরে রৌশনারার রেস্টুরেন্ট ব্যবসাও রয়েছে। স্বামী রেজাউর রহমান জামানও এই ব্যবসার সঙ্গে জড়িত। রৌশনারার বাবা এলাকায় একজন দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত। যুক্তরাজ্যের রামসগেইট শহরের নামে নিজ গ্রামে রামস-বাংলা মহিলা উন্নয়ন সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তুলে এলাকাবাসীর কাছে আস্থাভাজন একজন হয়ে ওঠেন। রামস-বাংলা মহিলা উন্নয়ন সংস্থার মাধ্যমে তিনি প্রতি বছর বন্যার সময় ত্রাণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, ফি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গ্রামের মানুষকে চিকিৎসাসেবা দেন। যুক্তরাজ্যে সক্রিয় রাজনীতি ও ব্যবসায় ব্যস্ত থাকলেও রৌশনারা প্রতি বছরই দেশে আসেন।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
মানিকগঞ্জের রৌশনারা এখন রামসগেইটের মেয়র
শনিবারের সকাল ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর