বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়ে ২০২০ সালের শুরুর দিকে। আর করোনাভাইরাসের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্বাসতন্ত্র ফুসফুস। ফলে প্রয়োজন পড়ে মেডিকেল ভেন্টিলেটরের। স্বাভাবিকভাবেই মহামারীতে সংকট দেখা দেয় ভেন্টিলেটরের। একের পর এক মৃত্যু সংবাদ যেন মনোবল ভেঙে দেয় আরও। কিন্তু ভেন্টিলেটরের কারণে আরাম হয় রোগীর। বেঁচে যায় অনেক প্রাণ। তাই কম খরচে নিজস্ব প্রক্রিয়ায় ভেন্টিলেটরের উদ্ভাবনের প্রয়োজনীয়তা বোধ করেন অনেকেই। আমাদের দেশেই অনেকে এ বিষয়ে কাজ করে যাচ্ছেন। এসেছে সফলতাও। এই যন্ত্র অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় চাইলেই সব হাসপাতালে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই বাংলাদেশের প্রযুক্তি উদ্যোগ প্রতিষ্ঠান ‘ক্রাক্স’ (CRUX) এর গবেষকরা দেশে প্রথমবারের মতো তৈরি করেন একটি উন্নত প্রযুক্তির মেডিকেল ভেন্টিলেটর। যা স্বল্প খরচে সহজেই তৈরি করা যাচ্ছে এবং একই সঙ্গে এটি বিদ্যুৎ সাশ্রয়ী এবং সহজে বহনযোগ্য। এই প্রযুক্তি উদ্যোগের গবেষকরা তাদের উদ্ভাবনকে বাণিজ্যিক খাতে ব্যবহারের জন্য না রেখে এটি নির্মাণের প্রযুক্তি ও গবেষণা উন্মুক্ত করে দিয়েছেন সারা বিশ্বের জন্য। যা দেশের জন্য সম্মানও নিয়ে এসেছে ইতিমধ্যে। এ বছর ১২ থেকে ৫ নভেম্বর জাপানের কিয়োটোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বায়োমেডিকেল এবং বায়োইনফরম্যাটিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। সেখানে উপস্থাপনের জন্য গৃহীত হয়েছে ক্রাক্সে তৈরি এই উদ্ভাবন। এদিকে ১০ আগস্ট তাদের তৈরি এই ভেন্টিলেটর বাংলাদেশের প্রথম ওপেন সোর্স হার্ডওয়্যার হিসেবে ওপেন সোর্স হার্ডওয়্যার অ্যাসোসিয়েশন (ওএসএইচডব্লিউএ) এর প্রত্যয়ন পায়। ফলে এ বিষয়ে এখন গবেষণা করার সুযোগ পাবে যে কেউই। আবার এর আগে বাংলাদেশের অসংখ্য সফটওয়্যার ওপেন সোর্স প্রত্যয়ন পেলেও এটিই প্রথম কোনো ওপেন সোর্স হার্ডওয়্যার, যা আন্তর্জাতিক এই সংস্থার মাধ্যমে প্রত্যয়িত হয়েছে। ক্রাক্সয়ের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাজওয়ানুল হক নাবিল তার দলের সদস্য একেএম মারুফ হোসেন রাহাতকে সঙ্গে নিয়ে একটি ভেন্টিলেটর প্রকল্প শুরু করেছিলেন। ভেন্টিলেটর নির্মাণের দলে পরে যুক্ত হয়েছেন শোভন সুদান সাহা, মো. হাসানুর রহমান সোহাগ, ফজলে রাব্বি শাফি এবং সত্য রঞ্জন সরকার। সবার সম্মিলিত প্রয়াসে গত বছরের জুলাইয়ে ভেন্টিলেটরের প্রথম প্রোটোটাইপ তৈরি করা হয়। ক্রাক্সের প্রতিষ্ঠাতা নাবিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনন্য উদ্ভাবনী উদ্যোগ ও দেশের প্রথম ড্রোন প্রকল্পের টিম লিডার হিসেবে পরিচিত।
শিরোনাম
- জনগণকে যারা বাদ দিয়েছে, তারাই আজ জনগণ থেকে বিচ্ছিন্ন : খোকন
- রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানী
- ৫০০ মিটার সেতুর অভাবে তিন জেলার মানুষের ভোগান্তি
- নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
- নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা-র্যালি
- হুথিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
- নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে : শিল্প উপদেষ্টা
- ৭৭ বছরে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
তরুণদের সাশ্রয়ী মূল্যের ভেন্টিলেটর উদ্ভাবন
শনিবারের সকাল ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর