বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়ে ২০২০ সালের শুরুর দিকে। আর করোনাভাইরাসের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্বাসতন্ত্র ফুসফুস। ফলে প্রয়োজন পড়ে মেডিকেল ভেন্টিলেটরের। স্বাভাবিকভাবেই মহামারীতে সংকট দেখা দেয় ভেন্টিলেটরের। একের পর এক মৃত্যু সংবাদ যেন মনোবল ভেঙে দেয় আরও। কিন্তু ভেন্টিলেটরের কারণে আরাম হয় রোগীর। বেঁচে যায় অনেক প্রাণ। তাই কম খরচে নিজস্ব প্রক্রিয়ায় ভেন্টিলেটরের উদ্ভাবনের প্রয়োজনীয়তা বোধ করেন অনেকেই। আমাদের দেশেই অনেকে এ বিষয়ে কাজ করে যাচ্ছেন। এসেছে সফলতাও। এই যন্ত্র অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় চাইলেই সব হাসপাতালে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই বাংলাদেশের প্রযুক্তি উদ্যোগ প্রতিষ্ঠান ‘ক্রাক্স’ (CRUX) এর গবেষকরা দেশে প্রথমবারের মতো তৈরি করেন একটি উন্নত প্রযুক্তির মেডিকেল ভেন্টিলেটর। যা স্বল্প খরচে সহজেই তৈরি করা যাচ্ছে এবং একই সঙ্গে এটি বিদ্যুৎ সাশ্রয়ী এবং সহজে বহনযোগ্য। এই প্রযুক্তি উদ্যোগের গবেষকরা তাদের উদ্ভাবনকে বাণিজ্যিক খাতে ব্যবহারের জন্য না রেখে এটি নির্মাণের প্রযুক্তি ও গবেষণা উন্মুক্ত করে দিয়েছেন সারা বিশ্বের জন্য। যা দেশের জন্য সম্মানও নিয়ে এসেছে ইতিমধ্যে। এ বছর ১২ থেকে ৫ নভেম্বর জাপানের কিয়োটোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বায়োমেডিকেল এবং বায়োইনফরম্যাটিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। সেখানে উপস্থাপনের জন্য গৃহীত হয়েছে ক্রাক্সে তৈরি এই উদ্ভাবন। এদিকে ১০ আগস্ট তাদের তৈরি এই ভেন্টিলেটর বাংলাদেশের প্রথম ওপেন সোর্স হার্ডওয়্যার হিসেবে ওপেন সোর্স হার্ডওয়্যার অ্যাসোসিয়েশন (ওএসএইচডব্লিউএ) এর প্রত্যয়ন পায়। ফলে এ বিষয়ে এখন গবেষণা করার সুযোগ পাবে যে কেউই। আবার এর আগে বাংলাদেশের অসংখ্য সফটওয়্যার ওপেন সোর্স প্রত্যয়ন পেলেও এটিই প্রথম কোনো ওপেন সোর্স হার্ডওয়্যার, যা আন্তর্জাতিক এই সংস্থার মাধ্যমে প্রত্যয়িত হয়েছে। ক্রাক্সয়ের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাজওয়ানুল হক নাবিল তার দলের সদস্য একেএম মারুফ হোসেন রাহাতকে সঙ্গে নিয়ে একটি ভেন্টিলেটর প্রকল্প শুরু করেছিলেন। ভেন্টিলেটর নির্মাণের দলে পরে যুক্ত হয়েছেন শোভন সুদান সাহা, মো. হাসানুর রহমান সোহাগ, ফজলে রাব্বি শাফি এবং সত্য রঞ্জন সরকার। সবার সম্মিলিত প্রয়াসে গত বছরের জুলাইয়ে ভেন্টিলেটরের প্রথম প্রোটোটাইপ তৈরি করা হয়। ক্রাক্সের প্রতিষ্ঠাতা নাবিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনন্য উদ্ভাবনী উদ্যোগ ও দেশের প্রথম ড্রোন প্রকল্পের টিম লিডার হিসেবে পরিচিত।
শিরোনাম
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
তরুণদের সাশ্রয়ী মূল্যের ভেন্টিলেটর উদ্ভাবন
শনিবারের সকাল ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর