নিজের ৭০তম জন্মদিনে পৃথিবীতে ফিরলেন মার্কিন মহাকাশচারী ড্যান পেটিট। তিনি বর্তমানে আমেরিকার সবচেয়ে প্রবীণ সক্রিয় নভোচারী।
রুশ সহকর্মী আলেক্সেই ওভচিনিন এবং ইভান ভানিয়ারের সঙ্গে রবিবার ভোরে তিনি কাজাখস্তানের উন্মুক্ত স্টেপ অঞ্চলে প্যারাসুটের সহযোগিতায় সফল অবতরণ করেন।
স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে (গ্রিনিচ মান সময় ০১:২০) সয়ুজ এমএস-২৬ ক্যাপসুলটি অবতরণ করে। নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) কাটানো ২২০ দিনে তারা পৃথিবী প্রদক্ষিণ করেছেন ৩,৫২০ বার।
ড্যান পেটিটের জন্য এটি ছিল মহাকাশে চতুর্থ অভিযান। তার মোট মহাকাশ যাত্রার সময় দাঁড়িয়েছে ৫৯০ দিনে, যা একজন নভোচারীর জন্য উল্লেখযোগ্য অর্জন। তবে তার বয়স এখনও মহাকাশে যাওয়া সবচেয়ে প্রবীণ ব্যক্তির চেয়ে কম। সেই রেকর্ড রয়েছে জন গ্লেনের নামে, যিনি ১৯৯৮ সালে ৭৭ বছর বয়সে নাসার এক অভিযানে মহাকাশ ভ্রমণ করেন। তিনি ২০১৬ সালে মৃত্যুবরণ করেন।
আইএসএস থেকে ফিরে আসার পর ড্যান পেটিট এবং তার সঙ্গীরা এখন কিছুদিন পৃথিবীর অভিকর্ষে মানিয়ে নিতে শারীরিক পুনর্বাসনের মধ্য দিয়ে যাবেন। এরপর পেটিটকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে নেওয়া হবে এবং রুশ নভোচারীরা যাবেন মস্কোর কাছে অবস্থিত প্রধান মহাকাশ প্রশিক্ষণ ঘাঁটি জভিওজডনি গোরোদোকে।
আইএসএস ত্যাগের আগে এই তিন মহাকাশচারী জাপানি নভোচারী তাকুয়া ওনিশিকে স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আসেন।
এর আগে গত মাসেই নাসার দুই নভোচারী বুচ উইলমোর এবং সুনি উইলিয়ামস নয় মাসেরও বেশি সময় পর আইএসএস থেকে ফিরে আসেন। তাদের মিশনটি মূলত আট দিনের হওয়ার কথা ছিল। কিন্তু মহাকাশযানে কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ নয় মাস তাদেরকে সেখানে থাকতে হয়। তারা পৃথিবীতে যাত্রা শুরু করে ২০২৪ সালের জুনে। অবশেষে পৃথিবীতে ফিরতে সক্ষম হন ২০২৫ সালের ১৮ মার্চ। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ
 
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        