আমাদের হাসপাতালে রোগীরা পাচ্ছেন উন্নত ডায়াগনস্টিক সেবা, আধুনিক অপারেশন থিয়েটার, ২৪ ঘণ্টা ইমারজেন্সি কেয়ার, আইসিইউ, ক্যানসার, কার্ডিয়াক, কিডনি, গ্যাস্ট্রো এবং নিউরো চিকিৎসার বিশেষ সুবিধা। এ ছাড়া প্রত্যেক রোগীর জন্য আলাদা মনোযোগ ও মানবিক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। অ্যালায়েন্স হসপিটাল প্রতিষ্ঠিত হয় ২০২৪ সালের ১৩ মে
বর্তমানে দেশের স্বাস্থ্যসেবার বড় একটি অংশ বেসরকারি হাসপাতালগুলো বহন করছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আধুনিক প্রযুক্তি, দক্ষ ডাক্তার এবং উন্নত অবকাঠামোর মাধ্যমে জনগণের কাছে সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে বেসরকারি হাসপাতাল। বিশ্বমানের যন্ত্রপাতি, বিশেষায়িত চিকিৎসকদল, ক্যানসার, কিডনি, হৃদ্রোগ ও নিউরো চিকিৎসার উন্নত ব্যবস্থা দেশে তৈরি করলেই বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমে যাবে। অ্যালায়েন্স হসপিটাল এদিকেই কাজ করছে যাতে মানুষ নিজ দেশে আন্তর্জাতিক মানের সেবা পায়।
আমাদের হাসপাতালে রোগীরা পাচ্ছেন উন্নত ডায়াগনস্টিক সেবা, আধুনিক অপারেশন থিয়েটার, ২৪ ঘণ্টা ইমারজেন্সি কেয়ার, আইসিইউ, ক্যানসার, কার্ডিয়াক, কিডনি, গ্যাস্ট্রো এবং নিউরো চিকিৎসার বিশেষ সুবিধা। এ ছাড়া প্রত্যেক রোগীর জন্য আলাদা মনোযোগ ও মানবিক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। অ্যালায়েন্স হসপিটাল প্রতিষ্ঠিত হয় ২০২৪ সালের ১৩ মে। কয়েকজন চিকিৎসক ও উদ্যোক্তার স্বপ্ন থেকে যাত্রা করে এটি আজ দেশের অন্যতম আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। বর্তমানে হাসপাতালে প্রতিদিন ৭০-৮০ জন রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে আরও কয়েক শ রোগী নিয়মিত সেবা নিচ্ছেন। হাসপাতালে রয়েছেন শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক, পর্যাপ্ত নার্স এবং স্বাস্থ্যকর্মী, যাঁরা প্রতিদিন নিরলসভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। আমরা নিয়মিত স্টাফ ট্রেনিং, আন্তর্জাতিক মানের যন্ত্রপাতি সংযোজন এবং রোগীসেবায় মনোযোগী টিম গঠন করেছি। প্রত্যেক রোগীর জন্য আলাদা কেয়ার প্ল্যান তৈরি হয়, যাতে তিনি সর্বোচ্চ মানের সেবা পান। আমাদের হাসপাতালে দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিশেষ ছাড়, বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শসেবার ব্যবস্থা রয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সব সময় চেষ্টা করি যেন কেউ অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত না হন।
হাসপাতালটি ভবিষ্যতে একটি মেডিকেল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউট চালুর পরিকল্পনা নিয়েছে। টেলিমেডিসিন, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং মোবাইল হেলথ ইউনিট চালুর পরিকল্পনাও রয়েছে। ঢাকার ব্যস্ত জীবনে যখন পরিবারে কেউ অসুস্থ হয়, তখন সঠিক চিকিৎসা আর আস্থার জায়গা খুঁজে পাওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চাহিদা থেকেই গড়ে উঠেছে অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড; যেখানে চিকিৎসা মানে শুধু ওষুধ নয়, বরং প্রত্যেক রোগীর জন্য মানবিক যত্ন। এখানে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিচ্ছেন অভিজ্ঞ ডাক্তার ও প্রশিক্ষিত সেবাকর্মীদের কাছ থেকে। হাসপাতালটির লক্ষ্য শুধু রোগ নিরাময় নয়, বরং রোগীর পাশে থেকে তাঁকে নতুন করে সুস্থ জীবনের পথে এগিয়ে দেওয়া।