শেখ কামাল ক্লাব ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে দেশের ফুটবলের প্রাণ ফেরাতে চান আয়োজকরা। শুধু তাই নয়, এ টুর্নামেন্টের মাধ্যমে দেশের ফুটবলের দর্শকদের মাঠে ফেরাতেও চান তারা। দেশের কোনো ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রথম আন্তর্জাতিক ক্লাব ফুটবল সফলভাবে সম্পন্ন করতে আয়োজকরা চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে দেশি-বিদেশি আট দল নিয়ে ২০ অক্টোবর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে পর্দা উঠবে আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের নামকরণে আন্তর্জাতিক ক্লাব ফুটবল। ক্রীড়া সংগঠক ও দর্শকদেরও প্রত্যাশা এ টুর্নামেন্টের মাধ্যমে ফুটবল ফিরে পাবে হারানো অতীত।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘শুধু নামে নয়, কাজেই এটি আন্তর্জাতিকমানের টুর্নামেন্ট হবে। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ টুর্নামেন্টের মাধ্যমে আগামীর প্রজন্ম অনুপ্রাণিত হবে। দর্শকরা ফের ফুটবলমুখী হবেন। ফুটবল ফিরে পাবে সোনালি অতীত।’
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, ‘বড় কোনো টুর্নামেন্ট হলে দর্শকরা মাঠে ফিরে আসেন। শেখ কামাল ক্লাব ফুটবল টুর্নামেন্টও হতে পারে এ ধরনের একটি টুর্নামেন্ট। দর্শকদের ধরে রাখতে হলে প্রতি বছরই এ টুর্নামেন্ট আয়োজন করতে হবে।’
আয়োজকরা জানান, ২০-৩০ অক্টোবর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে দেশি-বিদেশি আটটি দল অংশ নিচ্ছে। দেশি দলগুলো হচ্ছে ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান এবং আয়োজক চট্টগ্রাম আবাহনী। বিদেশি পাঁচ দলের মধ্যে রয়েছে ভারতের কলকাতা ইস্টবেঙ্গল, কলকাতা মোহামেডান, আফগানিস্তানের ডি স্পিঙ্গার বাজান ক্লাব, পাকিস্তানের করাচি ইলেকট্রিক ফুটবল ক্লাব এবং শ্রীলঙ্কার সলিড এফসি। দলগুলো দুই ভাগে বিভক্ত হয়ে খেলবে। দলগুলো অংশগ্রহণ ফি পাবে ৫ হাজার ডলার। চ্যাম্পিয়ন দল পাবে ২৫ ও রানার্স-আপ ১০ হাজার ডলার।