বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আবাহনীর কোচ মামিচ ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীর কোচ মামিচ ঢাকায়

সাংগঠনিক দক্ষতা একেই বলে। কোচ জর্জ কোটান চলে গেছেন। ঢাকায় আর ফিরবেন না বলে ঢাকা আবাহনীকে জানিয়েও দিয়েছেন। এ অবস্থায় সংগঠকদের হিমশিম খাওয়ার কথা। কেননা সামনে তাদের খেলতে হবে দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। কোচ সমস্যায় যেন পড়তে না হয় দ্রুত ব্যবস্থা নিয়েছে আবাহনী। সফলও হয়েছে। এএফসি কাপ ও শেখ কামাল টুর্নামেন্টে কোচের দায়িত্ব পালন করবেন ক্রোয়েশিয়ান দ্রাগো মামিচ। গত মৌসুমে আবাহনীতে এলেও স্ত্রীর অসুস্থার কারণে ১২ দিন কাজ করে চলে যান। ৬২ বয়সী কোচ আবাহনীর ডাকে সাড়া দিয়ে গতকালই ঢাকা এসেছেন। তবে ভিসা জটিলতার কারণে বিমান বন্দর থেকে বের হতে ঝামেলা পোহাতে হয়। ১৮ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম শুরু হচ্ছে দ্বিতীয় শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্ট। পেশাদার লিগ চ্যাম্পিয়ন আবাহনী এই আসরে অংশ নেবে। মার্চে আবার এএফসি কাপ। দুটো টুর্নামেন্ট উপলক্ষে এলেও আবাহনী চাচ্ছে আগামী মৌসুম পর্যন্ত রাখতে। মামিচ আগ্রহের ওপর তা নির্ভর করছে। দ্রাগো মামিচ সর্বশেষ কাজ করেছেন মালয়েশিয়ার সাইম ডার্বি এএফসিতে। ২০১৫ সালে মালদ্বীপের জাতীয় দলের কোচ ছিলেন। এর আগে ২০১০ সালে ছিলেন মিয়ানমারের কোচ। সুতরাং যোগ্য কোচের হাতেই আবাহনীর দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর