শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

দায়িত্ব পেয়ে খুশি খালেদ মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠে আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিরুদ্ধে ত্রি-দেশীয় সিরিজ। কিন্তু বাংলাদেশ দলে কোনো কোচ নেই। তবে এই সিরিজে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ। কোচের কাজই করবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। নতুন দায়িত্ব পেয়ে দারুণ খুশি খালেদ মাহমুদ। গতকাল মিডিয়াকে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কি আমি রোমাঞ্চ অনুভব করছি। এই অভিজ্ঞতা পুরনো হলেও এই মুহূর্তে সেটা দারুণ উপভোগ্য।’

বাংলাদেশ দলে একটা বড় সমস্যা হচ্ছে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা রান করতে পারেন না। যেহেতু ওই জায়গায় বোলারদেরই ব্যাটিং করতে হয়, তাই তাদের বোলিং অনুশীলনের পাশাপাশি ব্যাটিং অনুশীলনও জরুরি। খালেদ মাহমুদ বলেন, ‘স্কিল ট্রেনিংয়ের সময় ব্যাটসম্যানরা অনেক সময় নিয়ে ব্যাটিং করেন। পেসাররা তত সময় পান না। তবে সব ফরম্যাটেই বোলারদের ব্যাটিং করতে হয়। শেষের দিকের ১৫-২০ রান করা অনেক সময় দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই কারণে বোলারদের ব্যাটিং স্কিল গুরুত্বপূর্ণ।’

সর্বশেষ খবর