রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্রাজিল আর্জেন্টিনার জয়

ক্রীড়া ডেস্ক

ব্রাজিল আর্জেন্টিনার জয়

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনা বিদায় নিয়েছিল নকআউট পর্বের শুরুতেই। ব্রাজিল বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। ল্যাটিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নেমেছিল গতকাল। বেলজিয়ামের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর গতকাল মাঠে নেমেই দারুণ জয় পেয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছে তারা। অন্যদিকে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বিদায় করেছিল ফ্রান্স। ৪-৩ গোলের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে হেরেছিলেন মেসিরা। সেই মেসি এবার আর দলে নেই। তবে আর্জেন্টিনার জয় পেতে মোটেও কষ্ট হয়নি। গতকাল আলবেসিলেস্তরা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে গুয়াতেমালাকে। আনুষ্ঠানিকভাবে নেইমারকে অধিনায়ক ঘোষণা করার পর প্রথম মাঠে নেমেছিল ব্রাজিল। নেইমার নিজেকে নেতা হিসেবে আগেও যোগ্য প্রমাণ করেছিলেন। তবে এখন তিনি আরও বেশি পরিণত। গতকাল রবার্তো ফিরমিনোর গোলে ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। গোলটাতে এসিস্ট করেন ডগলাস কস্তা। ম্যাচের ৪৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন অধিনায়ক নেইমার। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। তবে বিশ্বকাপের পর প্রথম জয় নিয়ে আগামী মাসের সুপার ক্ল্যাসিকোর জন্য ভালোভাবেই প্রস্তুতিটা সেরে রাখল ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল আরও দুটি ম্যাচ খেলবে।

এল সালভাদরের মুখোমুখি হবে ১২ সেপ্টেম্বর। সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে ১২ অক্টোবর। সুপার ক্ল্যাসিকো হবে ১৬ অক্টোবর।

সুপার ক্ল্যাসিকোর জন্য প্রস্তুতিটা সেরে রাখল আর্জেন্টিনাও। মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে জয় পেতে মোটেও কষ্ট হয়নি তাদের। গঞ্জালো নিকোলাস মার্টিনেজের পেনাল্টি গোলে ২৭তম মিনিটেই এগিয়ে যায় আলবেসিলেস্তরা। ৩৫ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন জিওভানি লো সেলসো। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে আর্জেন্টিনার পক্ষে আরও একটি গোল করেন জিওভানি সিমিওনে। আর্জেন্টিনা সুপার ক্ল্যাসিকোর আগে কলম্বিয়ার মুখোমুখি হবে ১২ সেপ্টেম্বর।

সর্বশেষ খবর