শিরোনাম
সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বার্সার জয়, রিয়ালের হার

ক্রীড়া ডেস্ক

বার্সার জয়, রিয়ালের হার

লা লিগায় আবারও পয়েন্ট হারাতে বসেছিল বার্সেলোনা। কপাল জোরে শনিবার ১-০ গোলে রিয়াল ভাইয়াদলিদকে হারিয়ে পুরো পয়েন্ট সংগ্রহ করেছে তারা। এই জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সা। নুক্যাম্পে ঘরের মাঠে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে সহজেই জেতার কথা। অথচ সমর্থকদের টেনশনে রেখে কঠিনভাবেই জিতল তারা। তাও আবার পেনাল্টি গোলে। প্রথমার্ধে খেলা যখন ড্রর দিকে এগুচ্ছিল তখনই গোল পেয়ে যায় বার্সা। ৪৩ মিনিটে রেফারি ভাইয়াদলিদের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজান। সময় না নিয়ে স্পটে বল বসান লিওনেল মেসি। বুদ্ধিমত্তার সঙ্গে বল জালে পাঠিয়ে সমর্থকদের উৎসবে মাতাল মেসি। সত্যি বলতে কি অধিকাংশ সময়ে বলের নিয়ন্ত্রণ রাখলেও প্রতিপক্ষকে সেভাবে কোণঠাসা করে রাখতে পারেনি বার্সা। বরং ভাইয়াদলিদ সমান তালে লড়ে। গোল করার সুযোগও পেয়েছিল তারা। বার্সার শক্তিশালী রক্ষণভাগ ভেঙে ফেললেও অভিজ্ঞতার অভাবে বল জালে পাঠাতে পারেনি। মেসিকে আলাদা ভাবে মার্কিংয়ে রাখলেও অন্যরা ছিলেন ফ্রি। তবু ভাইয়াদলিদের রক্ষণভাগে কাঁপন ধরাতে পারেনি। মেসি বার বার ওপরে উঠে এলেও সতীর্থরা পজিশনে না থাকায় গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি বার্সা। লিগের শুরুতে বার্সা চমৎকার সমন্বয় করে খেললেও গত কয়েক ম্যাচে সেই গতিটা ধরে রাখতে পারছে না। কেমন জানি এলেমোলো হয়ে পড়েছে বার্সা। যদিও শীর্ষে রয়েছে তবু মেসিদের পারফরম্যান্সে মন ভরছে না সমর্থকদের। কোচ এরনেস্তো ভালভারদে অবশ্য এ নিয়ে চিন্তিত নয়। তার কথা আমরা শীর্ষেই আছি। এগিয়ে যেতে হবে। খেলোয়াড়রা যেভাবে খেলছে তাতে আমার বিশ্বাস আমাদের অবস্থানে কেউ বসতে পারবে না। মেসির পেনাল্টি গোলে বার্সার রক্ষা হলেও দর্শকদের মন জয় করতে পারেননি। একটি গোল করলেও অন্যটি মিস করেছেন। ৮৪ মিনিটে ফিলিপে কৌতিনিয়ো ডি-বক্সে ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় বার্সা। শট নেন মেসিই। তার প্রচেষ্টা ব্যর্থ হয় ভাইয়াদলিদ গোলরক্ষক জর্দি মাসিপকের দৃঢ়তায়।

বার্সা জিতলোও গতকাল রিয়াল মাদ্রিদ প্রথমে এগিয়ে গেলেও ২-১ গোলে হেরে গেছে জিরোনার কাছে। এ হারে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউরোপের সেরা দলটি। এতে করে শিরোপার আশাও তাদের ক্ষীন হয়ে গেল।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর