মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

টি-২০তে আফগান রূপকথা

ক্রীড়া প্রতিবেদক

টি-২০তে আফগান রূপকথা

নিজেদের মাটিতে ক্রিকেট খেলতে পারেন না আফগান ক্রিকেটাররা। ভারতের দেরাদুন এখন তাদের হোম ভেন্যু! আর এই দেরাদুনেই আয়ারল্যান্ডকে ডেকে এনে টি-২০ সিরিজে একের পর এক রূপকথা লিখে চলেছেন আফগানরা। প্রথম ম্যাচে ২৭৮, টি-২০র ইতিহাসে দলীয় সর্বোচ্চ। ওই ম্যাচে মাত্র ৬২ বলে ১৬২ রান করেছিলেন হযরতউল্লাহ জাজাই। গতকাল সিরিজের শেষ ম্যাচে স্পিন কিং রশিদ খান টানা চার বলে নিয়েছেন চার উইকেট। টি-২০র ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আফগানিস্তান সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে। সিরিজ যে তারা জিতবে তা অনুমেয়ই ছিল। কেন না এই দেরাদুনে গত বছর তামিম-মুশফিকরা তাদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল। অথচ তাদের আগের সিরিজেই শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে ফাইনালে উঠেছিল টাইগাররা। তাই দেরাদুনে আফগানরা কতটা শক্তিশালী তা বোঝাই যাচ্ছিল। কিন্তু এবার আয়ারল্যান্ডকে ডেকে নিয়ে এসে যেন টি-২০র রেকর্ডবুক তছনছ করে দিল। সিরিজের প্রথম ম্যাচেই একটুখানি লড়াইয়ের আচ দেখা গিয়েছিল। আইরিশদের দেওয়ার ১৩৩ রানের লক্ষ্যে পৌঁছাতেই শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছিল। কিন্তু পরের দুই ম্যাচে ব্যাটসম্যানরাই শেষ করে দিয়েছে ম্যাচ। গতকাল চমক দেখিয়েছেন রশিদ খান। কিন্তু তারপরও ম্যাচসেরা হতে পারেননি। কেন না ৩৬ বলে ৮১ রানের সাইক্লোন ইনিংস খেলে আইরিশদের ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছেন মোহাম্মদ নবী।

 পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিংও করেছেন। তাই ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন এই অলরাউন্ডার।

প্রথমে ব্যাট করে আফগানিস্তান করেছিল ২১০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রানে আটকে যায় আইরিশরা। ৪৭ বলে ৭৪ রান করেছেন কেভিন ও’ব্রেইন। ১৬তম ওভারের শেষ বলে এই কেভিন ও’ব্রেইনের উইকেট দিয়ে শুরু রশিদের। ১৮তম ওভারে প্রথম তিন বলে তুলে নেন ডকরেল, গেটকেইট, সিমি সিংয়ের উইকেট। চার বলে চার উইকেট নিয়ে রেকর্ডবুকে নাম লেখান রশিদ খান। আফগান স্পিনারের ‘ডাবল’ হ্যাটট্রিকের দিনে হোয়াইটওয়াশ আয়ারল্যান্ড।

এই সফরে আফগানিস্তানের সঙ্গে ৫ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ ও একটি টেস্ট ম্যাচ খেলবে আয়ারল্যান্ড।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর