শুক্রবার, ১৭ মে, ২০১৯ ০০:০০ টা

ক্রিকেটারদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী দলকে শুভকামনা জানিয়েছেন। বলেছেন, টেনশন না করে মন খুলে খেলতে। চ্যাম্পিয়ন হতেই হবে এমন কোনো কথা নেই। - মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটারদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

আরও একটি ফাইনাল খেলতে আজ মাঠে নামছেন মাশরাফিরা। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। যাদেরকে লিগ পর্বে দুই দুবার উড়িয়ে দিয়েছে টাইগাররা। তবে ফাইনাল ম্যাচ বলেই বাড়তি সতর্কতা। কেননা এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের ফাইনালে জিততে পারেনি টাইগাররা। ছয়বার ফাইনালে উঠে প্রতিবারই তারা হেরেছে। জয়ের খুব কাছে গিয়েও জেতা হচ্ছে না।

ফাইনাল যেন মাশরাফিদের জন্য এখন ‘মনস্তাত্ত্বিক বাধা’ হয়ে গেছে। ক্রিকেটাররা যাতে ফাইনাল নিয়ে বাড়তি টেনশন না করে এ জন্য তাদের সঙ্গে গতকাল কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাদের সাহস দিয়ে বলেছেন, চ্যাম্পিয়ন হওয়াই শেষ কথা নয়, মন উজাড় করে খেলাই গুরুত্বপূর্ণ।  মিডিয়াকে মাশরাফি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দলকে শুভকামনা জানিয়েছেন। বলেছেন, টেনশন না করে মন খুলে খেলতে। চ্যাম্পিয়ন হতেই হবে এমন কোনো কথা নেই। অনেক সময়ই আমাদের ফোন করে উনি শুভেচ্ছা জানান। বরাবরই এরকমই বলেন। কখনোই বলেন না যে এবার চ্যাম্পিয়ন হতেই হবে।’

 প্রধানমন্ত্রী যে ক্রীড়াপ্রেমী এটা কারও অজানা নয়। অনেক সময় দেখা যায়, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দল ভালো খেলছে, সেখানে হঠাৎ করে চলে যাচ্ছেন। ক্রিকেটাররা দেশের বাইরে থাকলে তাদের সঙ্গে ফোনে কিংবা ভিডিও কল করে অনুপ্রেরণা দিচ্ছেন। মাশরাফি বলেন, ‘আমি যেখানেই যাই, এমনকি আমার পরিবারেও, ট্রফি জয়ের কথা বলেন সবাই। কিন্তু বাংলাদেশে মনে হয় প্রধানমন্ত্রীই একজন, কখনোই এই কথা বলেননি। গত এশিয়া কাপের ফাইনালের আগের দিনও বলেছিলেন, ‘শোনো, মানুষজন সবাই তো এত বোঝে না, আমিও খেলা তত বুঝি না। কিন্তু জানি যে ফাইনালে ওঠাই অনেক বড়। জিততেই হবে, এমন কথা নেই। তোমরা চেষ্টা করলেই আমরা খুশি।’ প্রধানমন্ত্রী যখন এরকম করে ভাবেন, বাড়তি প্রেরণা জোগায় অবশ্যই।’

সর্বশেষ খবর