বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯ ০০:০০ টা

ইব্রাহিম সাবের চলে গেলেন

ক্রীড়া প্রতিবেদক

ইব্রাহিম সাবের চলে গেলেন

হকির তারকা খেলোয়াড় ইব্রাহিম সাবের আর নেই। গতকাল বিকালে হৃদযন্ত্রে ক্রীড়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। জনপ্রিয় এই ক্রীড়া ব্যক্তিত্বের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ৬০’র দশকে হকিতে আবদুস সাদেক, ইব্রাহিম সাবের ও মো. মহসিনকে ত্রিরতেœর খ্যাতি দেওয়া হয়। চলতি বছরেই মৃতুবরণ করেন মহসিন। শুধু হকি নয় ক্রিকেট, ফুটবল ও বাস্কেট বলে পারদর্শী ছিলেন ইব্রাহিম সাবের। ঘরোয়া ক্রিকেটে এলিট ক্লাব বলে পরিচিত আজাদ বয়েজে নিয়মিত খেলেছেন। হকি ও ফুটবলে তার ক্যারিয়ার শুরু ঐতিহ্যবাহী আজাদ স্পোর্টিং ক্লাব থেকেই। স্বাধীনতার পর ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান ও সাধারণ বীমায় হকি খেলেছেন তিনি। বাস্কেট বল লিগে তার দল ছিল শীর্ষে। ১৯৯৭ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পান। জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক আবদুস সাদেক বলেন, ইব্রাহিম আমার দীর্ঘদিনের বন্ধু। এক সঙ্গে খেলেছি, অনেক স্মৃতিই চোখে ভাসছে। তার মৃত্যুতে দেশের হকিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

সর্বশেষ খবর