বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

গাভাস্কারের হুঁশিয়ারি

ক্রীড়া ডেস্ক

গাভাস্কারের হুঁশিয়ারি

ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচ জয়টা স্বপ্নই ছিল। শেষ পর্যন্ত তা পূরণ হয়েছে টাইগারদের। দিল্লিতে টি-২০ সিরিজে প্রথমটি জিতে গেছেন মুশফিকরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশের জয় ঘিরে ভারতে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সাবেক অধিনায়ক ও বিশ্লেষক সুনীল গাভাস্কার রোহিত শর্মার নেতৃত্ব ও ঋষভ পান্থের উইকেট কিপিং নিয়ে সমালোচনা করেছেন। তিনি মনে করেন ভারত এমন খেললে ২০২০ সালে টি-২০ বিশ্বকাপে খুবই বাজে ফল করবে। ব্যাটিং সমস্যায় শেখর ধাওয়ানের সমালোচনা করে বলেন, এখন সময় এসেছে তাকে জাতীয় দলে রাখাটা ঠিক হবে কি না তা নিয়ে ভাববার। সামনের দুই ম্যাচে তাকে ভালো করতেই হবে। ৪০-৪৫ বল খেলে একই রকম রান পেলে তাকে দলে রাখাটা বোকামি ছাড়া আর কিছুই নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর