শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সাউথ এশিয়া কারাতে বাংলাদেশের সোনা জয়

ক্রীড়া প্রতিবেদক

পঞ্চম সাউথ এশিয়া কারাতে চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে। গতকাল প্রতিযোগিতার প্রথম দিনে সোনা জিতেছে বাংলাদেশ দল। স্বাগতিক দলের জুনিয়র (পুরুষ) টিমের বিজয়, প্রশান্ত ও রাব্বি সোনা জেতেন। ভারতের অমিয়া সুন্দর ক্যাডেট পুরুষ ব্যক্তিগত কাতা ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের তায়েম হাওলাদারকে হারিয়ে। অনূর্ধ্ব-২১ পুরুষ ব্যক্তিগত কাতা ইভেন্টে সোনা জেতেন ভারতের বিন্দিয়া নাভেন। এ ইভেন্টে সিলভার পেয়েছেন বাংলাদেশের সাহাদুল। ভারত সোনা জিতেছে ক্যাডেট ও জুনিয়র মহিলা টিম কাতা ও অনূর্ধ্ব-২১ মহিলা ব্যক্তিগত কাতা ইভেন্টেও। এ ছাড়া জুনিয়র পুরুষ ব্যক্তিগত কাতা, জুনিয়র মহিলা ব্যক্তিগত কাতা ও ক্যাডেট মহিলা ব্যক্তিগত কাতা ইভেন্টে সোনা জিতেছে শ্রীলঙ্কা।

প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান থেকে ৬০ ক্যাটাগরিতে ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র বিভাগে ২৪৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। বাংলাদেশ কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে ও সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় গতকাল শুরু হওয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি, দুর্নীতি দমন কমিশন-দুদকের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।

সর্বশেষ খবর