শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

অনুশীলনে জামাল ভূইয়া

ক্রীড়া প্রতিবেদক

অনুশীলনে জামাল ভূইয়া

বঙ্গবন্ধু গোল্ডকাপ উপলক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে আগেই। তবে ব্যক্তিগত কারণে দলের অনুশীলনে যোগ দিতে কিছুটা দেরি হলো অধিনায়ক জামাল ভূইয়ার। গতকাল জেমি ডের ক্লাসে যোগ দিয়েছেন তিনি। অনুশীলন শেষে উপস্থিত সাংবাদিকদের জামাল ভূইয়া বলেন, ‘ফিলিস্তিন কঠিন প্রতিপক্ষ। তবে আমরা তাদের বিরুদ্ধে অন্তত ১ পয়েন্ট পাওয়ার চেষ্টা করব।’ নিজেদের প্রথম ম্যাচেই ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। এদিকে নাবিব নেওয়াজ জীবনের অসুস্থতার কারণে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ফয়সাল হোসেন ফাহিম। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৫ ও গত বছর অনূর্ধ্ব-১৮ সাফে গোল্ডেন বুট জয় করেন তিনি। সাইফ স্পোর্টিংয়ের জার্সিতে ঘরোয়া ফুটবলে আলো ছড়িয়ে জেমি ডের দৃষ্টি কেড়েছিলেন। ফাহিমের ব্যাপারে কোচ জেমি ডে বলেন, ‘ফাহিম প্রতিভাবান ফুটবলার। গোল স্কোরিং ক্ষমতা ভালো। আমাদের স্কোরার প্রয়োজন।’ দলের অন্যতম স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন ভাইরাস জ্বরে আক্রান্ত। তবে তার জন্য ১২ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে চান জেমি ডে। অবশ্য জীবন ফিরলেও দলের সঙ্গে অনুশীলন চালিয়ে যাবেন ফাহিম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর