মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘ফুটবলের সেবক হয়ে কাজ করব’

ক্রীড়া প্রতিবেদক

‘ফুটবলের সেবক হয়ে কাজ করব’

তরফদার রুহুল আমিন

নির্বাচনের তারিখ নির্ধারণ হয়নি। অথচ ফুটবল ঘিরে প্রচারণা তুঙ্গে উঠেছিল। তবে তা একতরফামূলক। কেননা আর পদের কথা শোনা না গেলেও সভাপতি পদে দুই জনের নাম জোরালোভাবে অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। আরেকজন পরিচিত সংগঠক জেলা ও বিভাগীয় ফুটবল সংগঠক পরিষদ এবং ফুটবল ক্লাব সমিতির চেয়ারম্যান তরফদার রুহুল আমিন। কিন্তু রবিবার রাতেই বাফুফে সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা দেন তরফদার। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাফুফের নির্বাচনকে কেন্দ্র করে চরম অস্থিরতা লক্ষ্য করছি। সালাউদ্দিনের পক্ষের লোকজন নানা ধরনের কথা বলছেন। আমার পক্ষের লোকরাও নীরব থাকছেন না। চরম অস্থিরতা বিরাজ করছিল। যা ফুটবলে ক্ষতিকর। এ অবস্থায় আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। তবে যতদিন বাঁচব ফুটবলের সেবক হিসেবে কাজ করব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর